বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি আন্ডারগ্রাউন্ড মেট্রো চালু হয়ে গেছে কলকাতায়। অন্যদিকে শুরু হয়েছে কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল। নতুন রুটগুলিতে যাত্রীদের উৎসাহ বেশ চোখে পড়ার মতো। সামনেই রয়েছে লম্বা একটি উইকেন্ড। শনি ও রবিবারের পর সোমবার রয়েছে দোলযাত্রা।
আপনাদের জানিয়ে রাখা ভালো সোমবার অর্থাৎ দোলের দিন কিন্তু মেট্রো স্বাভাবিক টাইম টেবিল মেনে চলাচল করবে না। মেট্রো পরিষেবা চালু থাকলেও অনেক কম পরিমাণ মেট্রো সেদিন যাত্রী পরিষেবা দেবে। ২৫ শে মার্চ অর্থাৎ সোমবার দোলযাত্রা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন দুপুর আড়াইটার সময় প্রথম মেট্রো ছাড়বে কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় অর্থাৎ ব্লু-লাইনে। দুপুর আড়াইটে নাগাদ দক্ষিণেশ্বর, দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে ছাড়বে প্রথম মেট্রো।
আরোও পড়ুন : বিকল হয়ে যাচ্ছিল দুটিই, প্রতিস্থাপন করে শরীরে এখন চারটি কিডনি! বিরল অস্ত্রোপচার দিল্লি AIMS’এ
এছাড়াও মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, দুটি মেট্রো চলাচলের মধ্যে ব্যবধানও সেদিন থাকবে অনেকটাই বেশি। অন্যদিন যেখানে ২৮৮টি মেট্রো পরিষেবা দেয়, সেখানে আগামী ২৫ তারিখ পরিষেবা দেবে ৬০টি মেট্রো। ৩০টি আপ এবং ৩০টি ডাউন মেট্রো এদিন পরিষেবা দেবে।কলকাতা মেট্রো সূত্রে খবর, ২৫শে মার্চ মেট্রো পরিষেবা শুরুর সময় বদলালেও, রাতে শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল আসেনি।
অন্যান্য দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়ে সকাল ৬.৫০ মিনিটে। তবে আগামী ২৫শে মার্চ এই দুটি স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২.৩০ মিনিট নাগাদ। দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো সকাল ৬.৫৫ এর পরিবর্তে দুপুর ২.৩০ এ ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো এদিন সকাল ৭ টার পরিবর্তে ২.৩০ এ ছাড়বে।