মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা ,ভোগান্তিতে যাত্রীরা

 

বাংলা হান্ট ডেস্ক : ২দিনের মাথায় ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা । এবার শ্যামবাজার মেট্রো তে। আজ সকাল ৯ টা ৩৩ এ মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বছর পয়তাল্লিশ এর এক ব্যক্তি। মৃত্যু না হলেও গুরুতর অসুস্থ অবস্থায় তাকে আর্জিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

 

এর জেরে দুই লাইনেই মেট্রো টানা ১৪ মিনিট সম্পূর্ণ বন্ধ ছিল। আবার সকাল ১০.০৯ এ অর্থাৎ ৩৬ মিনিট পর মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

7adf4 img 20190620 wa0006

অফিস টাইমে এই ঘটনা ঘটায় ভোগান্তির মুখে পড়ে যাত্রীরা।

সম্পর্কিত খবর