বাংলাহান্ট ডেস্ক : দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো সিস্টেমের মাধ্যমে যুক্ত হয়েছে কলকাতা ও হাওড়া। আন্ডারওয়াটার মেট্রো সিস্টেম চালু হওয়ার পর এটাই প্রথম দুর্গাপুজো। তাই স্বাভাবিকভাবে অনেকের প্রশ্ন ছিল পুজোয় সারারাত কি মেট্রো (Metro) চলবে হাওড়া ময়দান থেকে ধর্মতলার মধ্যে?আনুষ্ঠানিকভাবে পুজোয় মেট্রোর (Metro) সময়সূচি প্রকাশ করা হল সোমবার।
পুজোর দিনে মেট্রোর (Metro) সময়সূচি
সেই সূচি অনুযায়ী, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন মেট্রো (Metro) চলাচল করবে দুপুর থেকে ভোর পর্যন্ত। পুজোর ক’দিন হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো চলবে মাঝরাত পর্যন্ত। কলকাতা মেট্রো (Kolkata Metro) পুজো উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে চতুর্থীর দিন থেকেই।কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই সময়সূচি প্রকাশ করেছে।
আরোও পড়ুন : ‘সবটাই ছিল স্ক্রিপ্টেড’, নিজেকে সাংবাদিক হিসেবে মনেই করেন না, জনপ্রিয় শো নিয়ে বিষ্ফোরক কৃষ্ণকিশোর
সেই মেট্রো টাইমিং অনুযায়ী, কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠীর দিন প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। রাত ১০টা ৪০ মিনিটে এই কদিন থাকবে শেষ মেট্রো। এই দিনগুলিতে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৫৫ মিনিটে। রাত ৯:৪০ মিনিটে ছাড়বে শেষ মেট্রো। এই তারিখগুলিতে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত রুটে প্রথম মেট্রো (Metro) ছাড়বে সকাল ৭টা মিনিটে।
এই রুটে শেষ মেট্রো চলবে রাত পৌনে দশটা পর্যন্ত । ৫০ মিনিট অন্তর জোকা থেকে মাঝেরহাট রুটে মেট্রো চলাচল করবে সকাল সাড়ে আটটা থেকে দুপুর ৩টে ৩৫ মিনিট পর্যন্ত। ২০ মিনিট অন্তর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চলাচল করবে কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় রুটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে সপ্তমী, অষ্টমী-নবমীর দিন দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত পাওয়া যাবে মেট্রো পরিষেবা।
আরোও পড়ুন: অশান্ত পরিস্থিতিতেই উৎসব পালন করার হিড়িক! মুখ্যমন্ত্রীর গানের অ্যালবাম নিয়ে তুমুল কটাক্ষ
দুপুর ১টা থেকে রাত ১১:৩০ মিনিট পর্যন্ত এই দিনগুলিতে মেট্রো পরিষেবা দেবে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে। সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন দুপুর ১:৩০ মিনিট থেকে রাত ১:৪৫ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে। কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় ও জোকা থেকে মাঝেরহাট রুটে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে।
অন্যদিকে, দশমীর দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে দুপুর ১টা থেকে রাত ১২টা, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে দুপুর ২টো থেকে রাত ৯:৪৫ মিনিট, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে দুপুর দুটো থেকে রাত ১১টা ৪৫ পর্যন্ত চলাচল করবে মেট্রো। জোকা থেকে মাঝের হাট, কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় রুটে এদিনও বন্ধ থাকবে পরিষেবা।
কলকাতা মেট্রো (Kolkata Metro) জানিয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে সকাল ৯টা থেকে রাত ৯:৪০ মিনিট পর্যন্ত মেট্রো (Metro) চলাচল করবে একাদশীর দিন। এদিন মেট্রো পরিষেবা (Metro Service) বন্ধ থাকবে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে চালানো হবে মোট ৪৬টি রেক।