বাংলাহান্ট ডেস্ক: বেশ কিছুদিন হয়ে গিয়েছে পর্ন ছবির দুনিয়া ছেড়ে দিয়েছেন মিয়া খলিফা (mia khalifa)। বিয়ে-শাদি করে এবার সংসার করতে চান। তাই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছেন নীল ছবির জগৎ থেকে। একটা সময় পর্ন দুনিয়ায় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি। হিজাব পরে অভিনয় করার জন্য আলাদা একটা জনপ্রিয়তা পেয়েছিলেন মিয়া।
মাঝেমধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসেন মিয়া। তবে এবার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হকচকিয়ে গিয়েছেন নেটিজেনরা। পাকিস্তানের জন্য নিজের প্রাণও দিয়ে দিতে পারেন, এমনটাই শোনা গিয়েছে মিয়া খলিফার মুখে। হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি। দেখে নিন সেই ভিডিও-
https://twitter.com/bahenHazirHai/status/1306847780179042305?s=19
আসলে বেশ কিছুদিন আগে একটি পাকিস্তানি স্কুলের এক অনুষ্ঠানে পড়ুয়ারা একে একে জানাচ্ছিল তারা তাদের দেশকে কতটা ভালবাসে। সেই সময় এট পড়ুয়া মাইক্রোফোন হাতে নিয়ে জোর গলায় বলে ওঠে, “পাকিস্তানের জন্য আমি আমার প্রাণও দিয়ে দিতে পারি।”
দেখতে দেখতে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। টিকটকেও ওই পড়ুয়ার কথা ব্যবহার করে বানানো হয় ভিডিও। মিয়া খলিফাও তেমন ভাবেই বানিয়েছেন এই ভিডিও। আর পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।
প্রসঙ্গত, ২০১৬ তেই পর্ন ছবি ছাড়ার কথা ঘোষনা করেছিলেন মিয়া। এখন বিয়ে করে সংসার পাতার স্বপ্নে বিভোর হয়ে রয়েছেন তিনি। কিছুদিন আগেই বেইরুটে বিষ্ফোরন থেকে লেবাননকে সাহায্য করার জন্য নিজের আইকনিক চশমা নিলামে তুলেছিলেন মিয়া খলিফা।