প্রকাশ‍্যে শরীরের গোপন স্থানের ট‍্যাটু, ভাইরাল মিয়া খলিফার এই ছবি

বাংলাহান্ট ডেস্ক: বেশ কিছুদিন হয়ে গিয়েছে পর্ন ছবির দুনিয়া ছেড়ে দিয়েছেন মিয়া খলিফা (mia khalifa)। বিয়ে-শাদি করে এবার সংসার করতে চান। তাই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছেন নীল ছবির জগৎ থেকে। একটা সময় পর্ন দুনিয়ায় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি। হিজাব পরে অভিনয় করার জন্য আলাদা একটা জনপ্রিয়তা পেয়েছিলেন মিয়া।
অবশ্য এখনও তাঁর জনপ্রিয়তায় কিছুমাত্র ভাটা পড়েনি। বা বলা যায় তিনি পড়তে দেননি। একদিকে যেমন তাঁর বিয়ের খবরে খুশির বন্যা বয়ে গিয়েছিল নেটদুনিয়ায়, তেমনি নীল ছবিতে অভিনয় করা ছেড়ে দিচ্ছেন শুনে মুষড়ে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। বিয়ের প্রস্তুতি নিয়ে কিছু না বললেও ভক্তদের মন ঠিকই বুঝতে পেরেছেন মিয়া। তাই তো মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নিজের নানা ছবি ও ভিডিও। সেগুলো ভাইরালও হয়।

mia west ham

https://www.instagram.com/p/B_km2GsJlEE/?igshid=tuhs0fsjn96o

তবে নীল ছবির জগৎ ছেড়ে দিলেও মডেলিং এখনই ছাড়ছেন না বললেই জানিয়েছেন মিয়া। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে উঁকি মারলেও সেটারই প্রমাণ পাওয়া যায়। মাঝে মাঝেই নানা ফটোশুট করে সেই সব ছবি নিজের অনুরাগীদের জন্য শেয়ার করেন তিনি। মিয়ার ফিগার ও ফিটনেস অনেকের কাছেই ঈর্ষার বিষয়।

https://www.instagram.com/p/CCgzZSqpG8K/?igshid=17yy8u6lmet7h

https://www.instagram.com/p/CCmAwNLpbkk/?igshid=1o9g65evw116b

সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের জন‍্য প্রায়ই নিত‍্য নতুন ছবি, ভিডিও শেয়ার করেন মিয়া। সুন্দর ফিগার রাখার জন্য যথেষ্ট পরিশ্রমও করতে হয় তাঁকে। জিম ও শরীরচর্চার পেছনে যে বেশ কিছুটা সময় ও শ্রম ব্যয় করেন মিয়া সেকথা আগেও জানিয়েছিলেন তিনি। লকডাউনে শরীর চর্চার প্রচুর ভিডিও শেয়ার করেছেন তিনি।

https://www.instagram.com/p/CC6Mw3apQzs/?igshid=1w47r0kl32wbj

https://www.instagram.com/p/CC3uym9JVel/?igshid=3yz1byl0tduv

তবে এবারে ভিডিও না, একটি নতুন ছবি শেয়ার করেছেন মিয়া। ছবিতে শরীরের বিভিন্ন স্থানে ট‍্যাটু প্রকাশ‍্যে এসেছে মিয়ার। হাতের পাশাপাশি বাহুমূলে ও কনুইয়ের ভাঁজেও ট‍্যাটু রয়েছে তাঁর। ক‍্যাপশনে মিয়া জানিয়েছেন, নাকের প্লাস্টিক সার্জারি করানোর সময় কোমরের কিছু অ্যাবস চলে গিয়েছে তাঁর।

https://www.instagram.com/p/CBxtEPtJmyL/?igshid=1fjai2ups6uxg

https://www.instagram.com/p/CDU9f1gJsYk/?igshid=pcol9pbovrpq

প্রসঙ্গত, সম্প্রতি নাকের প্লাস্টিক সার্জারি করান মিয়া। বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ারও করেন অনুরাগীদের জন‍্য। বন্ধুদের সঙ্গে লাঞ্চের ছবিও পোস্ট করেছেন মিয়া।

Niranjana Nag

সম্পর্কিত খবর