বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের বায়ুসেনার (PAF) এক ট্রেনি বিমান মঙ্গলবার দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে। এই দুর্ঘটনায় ফ্লাইং অফিসার ইবাদ আর স্কোয়াড্রন লিডার হারিস মারা গেছে। স্থানীয় মিডিয়া অনুযায়ী, এই বিমান মিঞাবালীর আলম এয়ারবেস থেকে আকাশে উড়েছিল।
Just recived this 4rom Mianwali… PAF jet Crashed..#ArmyAct pic.twitter.com/PGkQH9paCX
— کلیم نیازی (@KalimKhanNiazi) January 7, 2020
যদিও পাকিস্তানি সেনা এখনো পর্যন্ত এই মামলায় কোন আধিকারিক বয়ান জারি করেনি। এখনো এটা জানা যায়নি যে, কি কারণে এই দুর্ঘটনা ঘটেছিল।
গত বছরের জুলাই মাসে পাকিস্তানি সেনার এক ছোট বিমান রাওয়ালপিণ্ডিতে ট্রেনিং এর সময় ক্র্যাশ হয়ে গেছিল। ওই ঘটনায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছিল।
পাকিস্তানের বায়ুসেনার যেই ট্রেনি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, সেটির নির্মাণ চীনে হয়েছিল। এই বিমান F-7PG এর চুক্তির সময় ১৯৯৯ সালে চীন থেকে আনা হয়েছিল। গত ১৭ বছরে এখনো পর্যন্ত বহু F-7PG অথবা FT-7PGs ক্র্যাশ হয়েছে। পাকিস্তানে বর্তমানে ৫০ এর থেকেও বেশি চীনের নির্মিত বিমান ব্যবহার করা হয়।