‘অস্ট্রেলিয়া ৪-০ তে হারবে’, সৌরভের এই বক্তব্যের পাল্টা দিলেন প্রাক্তন অজি অধিনায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দুটি ম্যাচে নাগপুরে এবং দিল্লিতে ভারতের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্টে নাগপুরে তারা হেরেছিল ইনিংস ও ১৩২ রানের ব্যবধানে। দিল্লি টেস্টে কিছুটা লড়াই করলেও তাদের হারতে হয়েছিল ৬ উইকেটে। এরপরই নিজের সময়ের অস্ট্রেলিয়া এবং বর্তমানের অজি দলের মধ্যে তুলনামূলক আলোচনা করেন সৌরভ।

সৌরভ বলেছেন, “আমি জানি না কিভাবে অস্ট্রেলিয়া এই সিরিজে ৪-০ ফলাফল হওয়া আটকাবে। আগেকার অস্ট্রেলিয়া দলের সঙ্গে এই অস্ট্রেলিয়া দলের তুলনা চলে না। একসময় ম্যাথু হেডেন, জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং, স্টিভ ওয়াদের মতো তারকারা অস্ট্রেলিয়ান দলের অংশ ছিল। এখন দলটার গুণগত মান আর অতটা নেই। স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে ভালো, কিন্তু তারাও ভারতীয় পিচ ও পরিস্থিতি সামলাতে ব্যর্থ হচ্ছে।”

সৌরভের এই কথা শুনেছেন প্রাক্তন ও যে অধিনায়ক মাইকেল ক্লার্ক। অতীতে ভারতের মাটিতে তার নামের পাশেও কিছু অসাধারণ ইনিংস যোগ হয়েছিল। তিনি বলেছেন যে তিনি বুঝতে পারছেন কেন সৌরভ এমন বক্তব্য রাখছেন। তার মতে অস্ট্রেলিয়ার সমর্থকদের জন্যই স্টিভ স্মিথদের ঘুরে দাঁড়াতে হবে। নয়তো সকলে হতাশ হয়ে পড়বে।

m clarke

তিনি আরও বলেছেন, “আমি জানিনা অস্ট্রেলিয়া দলের পরামর্শদাতা দলকে কি পরামর্শ দিচ্ছে কিন্তু আমার মতে আরও আগে ভারতে এসে অনুশীলন করা উচিত ছিল তাদের। ভারতে না হলেও সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে তারা একটা অনুশীলন শিবির আয়োজন করতেই পারতো। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার আগে একটি প্রস্তুতি ম্যাচ না খেলাটা ভুল সিদ্ধান্ত ছিল।”

তবে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে প্রথম ইনিংসে বিপর্যস্ত ভারতীয় দলও। এই প্রতিবেদনটি লেখার সময় ভারতীয় দল ৩০ ওভার ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ফেলেছে মাত্র ৯৫ রানে। অস্ট্রেলিয়ার স্পিনাররা দুর্দান্ত বোলিং করছেন বটে, কিন্তু ভারতীয় স্পিনারদের সামনে অস্ট্রেলিয়ার বেটাররা কতটা ভালো পারফরম্যান্স করতে পারবেন সেই নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর