‘ভারত সেমিফাইনালে উঠবেনা’, টি ২০ বিশ্বকাপের আগেই সেরা চারের নাম জানিয়ে দিলেন ভন

বাংলা হান্ট ডেস্ক : টি ২০ বিশ্বকাপে (T20 World Cup) বরারবই সেরার দৌঁড়ে নাম লিখিয়েছে ভারত। বিশ্বের বহু নামিদামি তারকা মনে করেন, আসন্ন টুর্নামেন্টেও সেরার ঘরে থাকবে ভারত। তবে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সেটা মনে করছেন না। তিনি মনে করেন, ফাইনাল অবধি পৌঁছানো তো দূর সেমিফাইনালের আগেই কেটে যাবে ভারতের তার।

যেদিন থেকে টি২০ বিশ্বকাপের খবর সামনে এসেছে সেদিন থেকেই শুরু হয়েছে তুমুল উন্মাদনা। ক্রিকেট বিশেষজ্ঞরা তো বটেই, সেই সাথে প্রাক্তন তারকারাও নিজেদের মতামত দিচ্ছেন। এই যেমন সদ্যই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন জানিয়েছেন, ‘আমার বিচারে ভারতীয় দল শেষ চারের দৌড়ে নেই।’ সেই সাথে সেরা চারটি দলের নামও জানিয়েছেন তিনি।

গত বুধবার এই বিষয়ে একটি পোস্ট করেছেন প্রাক্তন ক্রিকেটার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ভারত নয়, বরং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আয়োজক ওয়েস্ট ইন্ডিজ সেরার দৌঁড়ে নাম লেখাবে। স্বাভাবিকভাবেই ভনের এই ভবিষ্যদ্বাণীর পর শুরু হয়েছে চরম ট্রোলিং।

আরও পড়ুন:পর্ষদের সার্ভার ডাউন? মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে, নিমেষেই ডাউনলোড হবে মার্কশিট

Michael Vaughan 1709364471188 1709364481324

আসলে এর আগেও ২০২৩ এর ওয়ান ডে বিশ্বকাপের সময় সেমিফাইনালের জন্য চারটি দলকে বেছে নিয়েছিলেন ভন। যার মধ্যে ইংল্যান্ড ছাড়াও ছিল ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। সেবারও অস্ট্রেলিয়াকে ধর্তব্যের মধ্যেই রাখেন নি তিনি। অথচ সেই অস্ট্রেলিয়াই কাপ জিতে নিয়ে গেছিল। যে কারণে অনেকেই ট্রোল করে লিখেছেন, ‘ভারতকে না রেখে আপনি ভালই করেছেন। কারণ আপনার কথা কোনওদিনই মেলে না!’


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর