বাংলা হান্ট ডেস্ক: মাইক্রোসফট ভারতের (India) কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নজিরবিহীন বিনিয়োগের ঘোষণা করল। বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি সংস্থা জানিয়েছে, আগামী চার বছরে তারা ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে, যার পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার পরই এই ঐতিহাসিক বিনিয়োগের কথা জানান মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। এশিয়ার বাজারে এই প্রথম এত বড় অঙ্কের বিনিয়োগ হতে চলেছে, যা ভারতের এআই-নির্ভর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে কেন্দ্র।
ভারতে (India) ১.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা মাইক্রোসফটের:
সত্য নাদেলা এক্স হ্যান্ডেলে লিখেছেন, মাইক্রোসফট কয়েক মাস আগেই যে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করেছিল, এই নতুন সিদ্ধান্ত সেই প্রকল্পের পরিধিকে আরও বিস্তৃত করবে। তাঁর কথায়, ভারত (India) যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে দ্রুত অগ্রসর হচ্ছে, তা বিশ্বমঞ্চে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। নাদেলা জানান, এআই পরিকাঠামো নির্মাণ, দক্ষ মানবসম্পদ তৈরির উদ্যোগ এবং সামগ্রিক প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে এই তহবিল বরাদ্দ করা হবে। ২০২৬ সালের শেষের দিকেই পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: নতুন চমক দিঘায়! বর্ষবরণ উৎসবে প্রমোদতরী ও আতশবাজির সঙ্গে রাত হবে আনন্দময় ও স্মরণীয়
মাইক্রোসফটের ভারত (India) সফর শুরু করার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সত্য নাদেলা। সেই বৈঠক ঘিরে প্রযুক্তি মহলে আগ্রহ তৈরি হয়েছিলই। পরে প্রধানমন্ত্রী জানান, এআই-কে কেন্দ্র করে ভারতের একটি বিশাল পরিবর্তন শুরু হতে চলেছে এবং মাইক্রোসফটের এই অংশগ্রহণ সেই যাত্রাকে আরও গতিময় করবে। সোশ্যাল মিডিয়ায় নাদেলার ঘোষণার কিছুক্ষণ পরই এক্স-এ প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আজ বিশ্ব ভারতকে শ্রদ্ধার চোখে দেখে। এশিয়ার সর্ববৃহৎ বিনিয়োগ ভারতে হতে চলেছে—এটি দেশের তরুণ মেধাকে আরও এগিয়ে যাওয়ার অসীম সুযোগ করে দেবে।
মাইক্রোসফটের তরফেও জানানো হয়েছে, ভারতের (India) প্রতি তাদের দীর্ঘদিনের আস্থা আরও দৃঢ় হলো এই নতুন বিনিয়োগে। মাইক্রোসফট ইন্ডিয়া এবং দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট পুনীত চান্দোক বলেন, সংস্থাটি গত তিন দশক ধরে ভারতের ডিজিটাল যাত্রার অংশ। বর্তমান সময়ে দেশটি আত্মবিশ্বাসের সঙ্গে এআই-নির্ভর ভবিষ্যতের দিকে এগোচ্ছে, আর মাইক্রোসফট সেই পথচলার ‘বিশ্বস্ত অংশীদার’ হতে পেরে গর্বিত। তাঁর মতে, এআই যে ভারতের কর্মক্ষেত্র, শিক্ষা, শিল্প এবং সামাজিক উন্নয়নে বিপুল পরিবর্তন আনবে, তা এখন সময়ের অপেক্ষা মাত্র।

আরও পড়ুন:অপেক্ষার অবসান! সুপ্রিম কোর্টে DA মামলার রায়দানের সম্ভাব্য দিনক্ষণ সামনে এল
সমগ্র প্রক্রিয়ার লক্ষ্য, ভারতকে (India) বিশ্বে এআই প্রযুক্তির অন্যতম নেতা হিসেবে প্রতিষ্ঠা করা। বিশেষ করে মাইক্রোসফটের নতুন ডেটা সেন্টার, ক্লাউড অবকাঠামো উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি কর্মসূচি এবং স্থানীয় স্টার্টআপগুলিকে শক্তিশালী করার উদ্যোগ প্রযুক্তি খাতে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রের দাবি, এই বিশাল প্রকল্পের ফলে ভারতের ডিজিটাল অর্থনীতি নতুন গতি পাবে এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে দেশ আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে।












