বাংলা হান্ট ডেস্ক: চলছে বর্ষাকাল। তার মধ্যেই এখন ইলিশের মরশুম । তার মাঝে প্রাথমিক বিদ্যালয়ে যেন ইলেকট্রিক উৎসব। বর্ষণ মরশুমে মিড-ডে-মিলে (Mid-day Meal) খুদেতে পাতে পরল ইলিশ মাছ। শুধুমাত্র যে ইলিশ তা না, পাশাপাশি খাবারে ছিল খিচুড়ি, বেগুনভাজা ও মিষ্টি। এই দুপুরের ভোজ পেবে যায় খুশি ছাত্র-ছাত্রীরা। এমন ঘটনাটি ঘটেছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার উলুবাড়ি বেড়মাল অবৈতনিক স্কুল কর্তৃপক্ষ।
মিড-ডে-মিলে পড়ুয়াদের পাতে রুপোলি শস্যে, বিদ্যালয়ে খুশির হাওয়া (Mid-day Meal)
উলুবাড়ি বেড়মাল অবৈতনিক স্কুলে ইলিশ উৎসব। এই স্কুলে রয়েছে ১০০ জন ছাত্র-ছাত্রী। এই বিদ্যালয়ে রয়েছে মাত্র ৩ জন শিক্ষক। আর এই বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা প্রত্যেকে আসে গরীব পরিবার থেকে। এছাড়াও এই বিদ্যালয়ে কচিকাঁচাদের পাতে প্রতিদিন খিচুড়ি নয়তো সাদা ভাত সঙ্গে ডিম। তা না হলে যাওয়া হয় সয়াবিনের তরকারি। এই খুদে পড়ুয়াদের বেড়ে ওঠার সময় প্রায় একই সবজি ভাত মুখে রোচে না। এবার সেই স্বাদ বদলের জন্য একদিনের একঘেয়ে খাবার-দাবারের পরিবর্তনে তাদের পাতে পরল ইলিশ মাছ (Hilsa Fish)।
কারণ এই প্রত্যন্ত গ্রামের এলাকার সাধারণ অভিভাবকদের পক্ষে দুর্মূল্যের বাজারে ইলিশ মাছ কেনার ক্ষমতা নেই। তাই ছাত্র-ছাত্রীদের মুখে হাসি ফোটানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই মিড ডে মিলের পাতে ইলিশ মাছ পেয়ে বেজায় খুশি পড়ুয়ারা।
আরও পড়ুন: লিভার থাকবে চাঙ্গা! প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই ফলটি, জানুন চিকিৎসকদের মতামত
এই বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার জানান, গভীর সমুদ্র থেকে ইলিশ মাছ ধরে মৎস্যজীবীরা রায়দিঘী ঘাটে আসেন। সেখান থেকে সবটা বাইরে রপ্তানি করা হয়। তিনি বলেন, এমনি এই বছরে ইলিশের মূল্য আগুন সমান। তার ওপরে এলাকার প্রান্তিক পরিবারের ছেলেমেয়েদের ইচ্ছে থাকলেও তারা বছরের ইলিশের স্বাদ পূরণ করতে বঞ্চিত থাকেন। তাই কচিকাঁচা গুলো মুখের দিকে তাকিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যালয় সন্তানদের মুখে এমন হাসি দেখে মন ভরেছে অভিভাবকদের। মিড ডে মিলে (Mid-day Meal) ইলিশ দেওয়ায় তারা সবাই খুব খুশি ও আনন্দিত। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, প্রধান শিক্ষকের এই সদিচ্ছার তাদের সন্তানরা বছরের প্রথম রুপালি শস্য খেতে পেলেন। কারণ তাদের পক্ষে ইলিশ খেলার সামর্থ্য নেই। তাই মিড ডে মিলে ইলিশ পেয়ে খুশি হয়েছে পড়ুয়া থেকে অভিভাবক সকলে।