বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের (West Bengal Budget 2025) দিকে নজর ছিল সকলের। বহু জল্পনা চললেও অনেক ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হয়নি। যেমনটা হয়েছে মিডডে মিল কর্মীদের (Mid Day meal workers) ক্ষেত্রেও। দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব হয়েছেন মিডডে মিল কর্মীরা। বাজেট ঘিরে বহু আশা ছিল তাদের। তবে রাজ্য বাজেট থেকে তাদের জন্য কোনও সুখবর আসেনি।
বিক্ষোভ মিড ডে মিল কর্মীদের-Mid Day meal workers
সরকার মুখ তুলে না তাকানোয় এবার বড় পদক্ষেপ মিডডে মিল কর্মীদের। আন্দোলনে নেমেছেন তারা। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের পুরনো হাসপাতাল মোড় থেকে জেটি ঘাট মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার মিছিলে হাঁটেন ওই এলাকা সংলগ্ন পাঁচটি ব্লকের মিডডে মিল কর্মীরা। হাতে দাবি-দাওয়ার প্ল্যাকার্ড।
তাদের কথায়, কেন্দ্র, রাজ্য দুই সরকারই বাজেট পেশ করেছে। তবে কোথাও মিডডে মিলের কর্মীদের কথা উল্লেখ নেই। কেউ ভাবেনি এই কর্মীদের কথা। দিনে প্রায় ৮ ঘণ্টা কাজ করে মাসে মাত্র ২ হাজার টাকা সামান্য সাম্মানিক ভাতা মেলে! তাদের দাবি বহুদিন থেকেই ভাতা বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে চলেছেন তারা। তবে কোনো সুরাহা হয়নি।
এই দাবি জানিয়ে গত ৭ ফেব্রুয়ারি রাজ্যের শিক্ষামন্ত্রী ও মিডডে মিলের প্রোজেক্ট ডিরেক্টরের কাছে লিখিত আবেদনও জমা দিয়েছিলেন তারা। ভাতা বৃদ্ধির আশায় বাজেটের দিকে তাকিয়ে ছিলেন তারা। কিন্তু কোনো সুরাহা হয়নি। ফলত রাজ্য বাজেটে হতাশ তারা।
আরও পড়ুন: শিলিগুড়ি টু কলকাতা, থাকবে রাতের ট্রেন! বিজেপি বিধায়কের আবেদনে যা বললেন রেলমন্ত্রী
আরও পড়ুন: ফুলে ফেঁপে উঠবে ব্যাঙ্ক ব্যালেন্স, ৪০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি এই ক্ষেত্রের কর্মীদের!
মিডডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতির দাবি জানিয়ে এআইইউটিইউসি-র মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক মনোরমা হালদার বলেন, “মিডডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে। ১০ মাসের পরিবর্তে তাদের ১২ মাসের বেতন দিতে হবে।” পাশাপাশি বোনাস, পিএফ, পেনশন ও অবসরকালীন ৫ লক্ষ টাকা ভাতার দাবিও জানান তিনি।