ফের সামরিক বিমান দুর্ঘটনা! এবার রাজস্থানে ভেঙে পড়ল Mig-21 বিমান, নিখোঁজ পাইলট

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার সন্ধ্যায় রাজস্থানের জয়সলমিরের কাছে ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বিমানের পাইলটের খোঁজ চলছে। জয়সলমেরের এসপি অজয় ​​সিং জানিয়েছেন, বিমানটি সাম থানা এলাকার ডেজার্ট ন্যাশনাল পার্ক এলাকায় দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ।

এই দুর্ঘটনার বিষয়ে বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম সেক্টরে একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় রাত ৮.৩০ মিনিটে একটি মিগ-২১ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এ বিষয়ে তদন্তের আদেশ জারি করা হয়েছে।

এর আগে ৮ নভেম্বর বিমান বাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী সহ ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনার পর ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ​​ভাট সম্প্রতি লোকসভায় বলেছিলেন যে ২০১৭ সালের মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১৫টি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে ৩১ জন প্রাণ হারিয়েছেন।

ভারতীয় সেনা, নৌ ও বিমানবাহিনীর তিনটি বিভাগেই এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অজয় ভাট। এর মধ্যে রয়েছে ৮ ডিসেম্বর কুনুরে বিধ্বস্ত হওয়া Mi-17B5 সহ এই শ্রেণীর তিনটি চপার, চারটি উন্নত হালকা হেলিকপ্টার, চারটি চিতা, দুটি ALH, একটি Mi-17 এবং একটি চেতক হেলিকপ্টার।


Koushik Dutta

সম্পর্কিত খবর