‘পদক্ষেপ করুন..,’ মুখ্যসচিবকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের! কোন মামলায়?

Published on:

Published on:

Migrant attack Calcutta High Court steps in

বাংলা হান্ট ডেস্কঃ ভিনরাজ্যে কর্মরত বাংলা‌র শ্রমিকদের উপরে বারবার হামলা, লুটপাট, হেনস্থা। অভিযোগের পাহাড় জমেছে প্রশাসনের দরজায়। এই অবস্থায় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) অবিলম্বে পদক্ষেপের নির্দেশ দিয়েছে মুখ্যসচিবকে। ওড়িশার সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে পরিযায়ী শ্রমিকদের। রাজনীতি, প্রশাসন, মানবতা—তিনের মোড়কে গা শিউরে ওঠা এক বাস্তব।

নিরাপত্তাহীন বাংলার শ্রমিক, কড়া হস্তক্ষেপ হাই কোর্টের (Calcutta High Court)

বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা (Bengali migrant workers)। মারধর, টাকা ছিনতাই, পরিচয়পত্র কেড়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ করলেও মেলেনি স্থানীয় পুলিশের সহায়তা। এই অবস্থায় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) জানায়, মুখ্যসচিবকে এমন একজন আধিকারিক নিয়োগ করতে হবে যিনি সরাসরি ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ রেখে সমস্যার সমাধান করবেন। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতৃত্ব দ্রুত সক্রিয় হয়। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam) নিজে উদ্যোগ নিয়ে শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন। বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিতে ঘটে চলা এই হেনস্থার ঘটনার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লেখেন ইউসুফ পাঠান ও সামিরুল ইসলাম। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিস্ফোরক মন্তব্য করে বলেন, “বাংলায় কাজ করা দেড় কোটি পরিযায়ী শ্রমিক নিরাপদে থাকেন। আমরা হিংসা করি না, কিন্তু বাইরে আমাদের লোকেরা মার খাচ্ছে।” মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বলেন, “ওড়িশা, বিহার, মহারাষ্ট্র, রাজস্থানের মতো রাজ্যে বাংলায় কথা বললেই মারধর করা হচ্ছে। আমাদের এখানে বহু রাজ্যের মানুষ কাজ করেন। কিন্তু আমরা কখনও তাঁদের হেনস্থা করি না।” মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক দানা বাঁধছে।

Migrant attack Calcutta High Court steps in

আরও পড়ুনঃ ‘আদালতের রায় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা?’ ওবিসি-ইডব্লিউএস নিয়ে মমতা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

শ্রমিকদের পাশে দাঁড়াল রাজ্য, নজরে প্রশাসনিক পদক্ষেপ

মুখ্যসচিবকে এখনই এমন পদস্থ আধিকারিক নিয়োগের নির্দেশ দিয়েছে হাই কোর্ট (Calcutta High Court), যিনি সমন্বয়ের কাজ করবেন। রাজ্যের শ্রমিকরা যাতে ভিনরাজ্যে নিরাপদে কাজ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই নির্দেশ। আপাতত নজর আগামী সোমবারের শুনানির দিকে, যেখানে আদালত পরবর্তী নির্দেশ দেবে।