বাংলাহান্ট ডেস্কঃ ফের সমস্যায় পড়ল সুরাতে (Surat) পরিযায়ী শ্রমিকরা (Migrant labor)। দিল্লীতে কিছুদিন আগে কয়েক হাজার পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার জন্য বাস স্ট্যান্ডে জড়ো হয়েছিল। সরকারের তৎপরতায় তাঁদের কাউকে বাড়ি ফেরানোর, আবার কাউকে খাবার দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। আবার, সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় রেলওয়ে স্টেশনে জড়ো হয়েছিল বেশ কিছু পরিযায়ী শ্রমিক। যারাও খাওয়া দাওয়া এবং বাড়ি ফেরা নিয়ে সমস্যা সৃষ্টি করেছিল। এবং পুলিশের সঙ্গে সংঘর্শে লিপ্ত হয়ে পড়েছিল।
এবার এই চিত্র দেখা গেল গুজরাটের সুরাতে। করোনা পরিস্থিতি মোকাবিলা কররা জন্য ভারতে দ্বিতীয় পর্বের লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ রা মে পর্যন্ত করে দেওয়া হয়েছে। ফের বন্ধ রয়েছে যানচলাচল। এই পরিস্থিতিতে আবারও বিপাকে পড়েছেন সেই পরিযায়ী শ্রমিকরা। গুজরাটের সুরাতের পান্ডেসরা এলাকায় এবার একত্রিত হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের দাবী এই সংকটের মধ্যে তাঁদের বেতন দিচ্ছে না মালিকপক্ষ।
সরকার পক্ষ থেকে এই সময় বারবার বলা হয়েছে যাতে কোন শ্রমিকের বেতন না কাটা হয়। সমস্ত শ্রমিককে যেন এই সংকটের সময়ে বেতন দেওয়া হয়। মানবিকতাকে গুরুত্ব দিয়ে এই সময় যেন সকল শ্রমিক মজুরদের বেতন দিয়ে দেওয়া হয়। কিন্তু ওই সকল শ্রমিকদের মালিকপক্ষ এই নিয়মের মান্যতা না করে, তাঁদের কোন বেতনই দিচ্ছে না। তাই তারা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই পরিযায়ী শ্রমিকরা ইউপি, বিহার ও ওড়িশা থেকে কাজের জন্য সুরাতের কারখানায় আসে। কিন্তু তারা এখানে এসে আটকে পড়ে। বর্তমানে লকডাউন বাড়িয়ে দেওয়ায় তাঁদের মালিকপক্ষ তাঁদের বেতন না দেওয়ায় তারা হৈচৈ করে। খাওয়া দাওয়ার সমস্যা সৃষ্টি হয় তাঁদের এবং তাই তারা বাড়ি ফিরে যেতে চায়। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেয়। বর্তমানে অনেক এনজিওর সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে।