বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের মোদী সরকার (Modi Sarkar) এবার দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) বিনামূল্যে খাদ্য সামগ্রী দেবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) আজ আর্থিক প্যাকেজের (Economic Package) দ্বিতীয় দফার ঘোষণার সময় বলেন, কেন্দ্র সরকার এখন আগামী দুই মাস সমস্ত মজদুরদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেবে। এর ফলে সোজাসুজি দেশের আট কোটি পরিযায়ী শ্রমিক সময় মতো আহার গ্রহণ করতে পারবে।
Free food grains supply to all migrants for the next 2 months. For non-card holders, they shall be given 5kg wheat/rice per person & 1 kg chana per family/month for 2 months. 8 crore migrants will benefit- Rs 3500 crores to be spent on this: FM pic.twitter.com/CNmYR5EwOX
— ANI (@ANI) May 14, 2020
অর্থমন্ত্রী জানান, সমস্ত রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশন দেওয়া হবে। তিনি জানান, যেসব শ্রমিকদের কাছে রেশন কার্ড নেই তাঁরাও এই সুবিধা পাবে। তিনি জানান, পরিযায়ী শ্রমিকেরা ন্যাশানাল ফুড সিকিউরিটি আইন অনুযায়ী রেজিস্টার না থাকলেও এই সুবিধা গ্রহণ করতে পারবে। উনি জানান, সমস্ত পরিযায়ী শ্রমিকদের মাথা পিছু ৫ কেজি চাল আর প্রতি পরিবার পিছু এক কেজি ছোলা দেওয়া হবে।
কেন্দ্র সরকারের এই পদক্ষেপ সোজাসুজি ৮ কোটি পরিযায়ী শ্রমিক উপকৃত হবে। দুই মাসে কেন্দ্র সরকার দ্বারা মোট ৩ হাজার ৫০০ কোটি টাকা খরচ করা হবে। এই খরচের সম্পূর্ণটাই বহন করবে কেন্দ্র সরকার। সরকার জানায়, এই যোজনা সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত প্রদেশে লাগু হবে। রাজ্যের কাজ হবে পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করে এই যোজনার সুবিধা পৌঁছে দেওয়া।
আপনাদের জানিয়ে দিই, এর আগে লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরীব কল্যাণ যোজনার মাধ্যমে গরীব আর শ্রমিক শ্রেণীর মানুষের জন্য প্রতি মাসে ৫ কেজি চাল দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এছাড়াও প্রতি পুরিবার পিছু এক কেজি ডালও আগামী তিনমাসের জন্য ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।