বলিউডের গায়ক মিকা সিংকে বিয়ে করতে চান? তাহলে করে ফেলুন আবেদন

বাংলাহান্ট ডেস্ক : একটার পর একটা হিট গান, অন্যদিকে রাখি সবন্তের সঙ্গে চুমু বিতর্ক, কখনো কোথাও মদ্যপ অবস্থায় দুর্ব্যবহারের অভিযোগ, কোথাও বা বিস্ফোরক মন্তব্যের জন্য এগিয়ে এসেছে তার নাম। তবে এতকিছুর পরেও, মিকা সিং বাঙালির মনে বরাবরই বর্ণময় এক চরিত্র। জি বাংলায় একটি গানের প্রতিযোগিতামূলক রিয়্যালিটি শোতে বিচারকের ভূমিকায় রীতিমতো নজর কেড়েছেন সকলের।

শোনা যাচ্ছে, বিবাহের জন্য স্বয়ংবর সভা আয়োজন করতে চলেছেন তিনি। এবং সেই সভা সম্প্রচারিত হবে স্টার ভারতে “মিকা কি বোহটি” নামে। পাঞ্জাবিতে বোহটি কথার অর্থ হল স্ত্রী। সেখানেই খুঁজে নেবেন নিজের জন্য যোগ্য পাত্রী কে।

পাঞ্জাবি হবার সত্ত্বেও এ কথা অনেকেরই কাছে অজানা যে মিকা সিং ভূমিষ্ঠ হন এই বঙ্গদেশে। দুর্গাপুরে চিরতার যৌথ পরিবার। শোনা যায় মোট সদস্য সংখ্যা ছিল ৭০ থেকে ৮০ জন। বাবা থেকে শুরু করে পরিবারের আরও অনেক সদস্য ছিলেন শাস্ত্রীয় সংগীতের অন্যতম সাধক, এই সংগীতকে পেশা নির্বাচন করার সিদ্ধান্ত তার কাছে কখনোই ভুল মনে হয় না।

পাত্রী কেমন পছন্দ? এর জবাবে মিকা সিং জানান তিনি এমন কাউকে জীবনে চান যিনি তার ২২ বছরের পরিশ্রম কে সম্মান দেবে এবং যার সঙ্গে তার মনের মিল থাকবে। স্বয়ংবর সভাটির জন্য মার্চ মাস থেকেই ইচ্ছুকদের আবেদনপত্র জমা পড়েছিল। তাদের মধ্যে অনেকেরই নাম আছে বাংলার থেকেও। আগামী উনিশে জুন থেকে জি বাংলায় দেখা যাবে সঙ্গীতানুষ্ঠানটি, এবং তার কয়েক সপ্তাহ পরেই নিজের বিয়ের পালা চোকাবেন মিকা। এবার প্রশ্ন, জন্মসূত্রে বঙ্গদেশীয় মিকা কি বেছে নেবেন কোন বঙ্গসুন্দরী কে?

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর