কীর্তন দলে বাজাতেন তবলা, আজ বলিউডের জনপ্রিয় গায়ক, দুর্গাপুরের মিকা বাংলার গর্ব

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের প্রথম সারির গায়কদের মধ‍্যে অন‍্যতম নাম মিকা সিং (mika singh)। কোথাও পার্টি হচ্ছে আর সেখানে মিকার গান বাজবে না, এ অসম্ভব। একের পর এক সুপারহিট গান গেয়ে সঙ্গীতপ্রেমীদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন মিকা। যেকোনো আসর জমাতে তাঁর জুরি নেই। বেশ কয়েকবার নানান বিতর্কে জড়ালেও নিজের সহজাত প্রাণখোলা মেজাজ দিয়ে আবারো বলিউডের আপনার লোক হয়ে উঠেছেন মিকা।

তবে অনেকেই যেটা জানেন না সেটা হল নিজের গান দিয়ে এখন বলিউড মাতালেও মিকা কিন্তু আসলে পশ্চিমবঙ্গেরই ছেলে। দূর্গাপুরে তাঁর জন্ম। বেনাচিতির গুরুদ্বারার প্রাঙ্গনে জন্মেছিলেন অমৃক সিং ওরফে আজকের মিকা সিং। তাঁর বাবা ছিলেন গুরুদ্বারার গ্রন্থী বা পুরোহিত। প্রথম জীবনে মন্দিরের পেছনে গুরুদ্বারার গ্রন্থীদের বাসস্থানেই বড় হয়ে উঠেছিলেন মিকা।

mika singh 0
তাঁর যখন চার বছর বয়স তখন পরিবারের সঙ্গে দিল্লি চলে যান তিনি। ছেলেবেলাটা আর্থিক কষ্টের মধ‍্যেই কেটেছে মিকার। মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েই পড়াশোনার পাট চুকিয়ে দেন তিনি। কোনো দিনই লেখাপড়ায় বিশেষ আগ্রহী ছিলেন না মিকা। বরং গানবাজনা বরাবর তাঁকে টানত। বাবা ছিলেন মিকা গানের প্রথম শিক্ষক।

শাস্ত্রীয় সঙ্গীতে জ্ঞানী ছিলেন তাঁর বাবা। প্রতিদিন ভোরে বাবার রেওয়াজ শুনেই ঘুম ভাঙত মিকার। তবে প্রথমেই গান নয়, ছোটবেলায় দারুন তবলা বাজাতে পারতেন তিনি। মিকা সহ তাঁরা ছয় ভাই বাবার সঙ্গে পটনা সাহিব গুরুদ্বারায় কীতর্নে তবলা বাজাতেন। ১০০ টাকা করে পারিশ্রমিক পেতেন তাঁরা।

পরে মিকার বড় দাদা দালের মেহেন্দি একটি ব‍্যান্ড শুরু করেন। সেই সময়ে দাদার ট্রুপে গিটার বাজাতেন মিকা। ধীরে ধীরে গানবাজনার প্রতি আগ্রহ বাড়তে থাকে তাঁর। দালের মেহেন্দি তখন যথেষ্ট জনপ্রিয় বলিউডে। ভাইয়ের জন‍্য কয়েকজন পরিচালক প্রযোজকের সঙ্গে যোগাযোগও করেছিলেন তিনি। কাজ পেলেও প্রথমে মিকার গান মনে ধরেনি কারোরই।

01DFRMIKASINGH
বাধ‍্য হয়ে ফের দাদার ব‍্যান্ডে ফেরেন মিকা। পাশাপাশি নিজেরও একটি ব‍্যান্ড শুরু করেন তিনি। তাঁর গাওয়া প্রথম জনপ্রিয় গান ‘সাওয়ান মে লাগ গয়ি আগ’। এতটাই হিট হয়েছিল এই গান যে এখনো পর্যন্ত গানটি মনে রেখে দিয়েছেন সকলে। এরপর তাঁর ‘গবড়ু’ গানটিও জনপ্রিয় হয়। পরিচিতি পেয়ে নাম বদলে মিকা রাখেন তিনি।

জনপ্রিয়তা দেখে বলিউড থেকেও ফের ডাক পান মিকা। এবারে আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। আপনা সপ্না মানি মানি ছবিতে গান দিয়েই বলিউডে শুরু হয় মিকার সফর। তারপরের ইতিহাস তো সকলেই জানেন। বাংলার ছেলে বাংলা ইন্ডাস্ট্রির জন‍্যও বহু গান গেয়েছেন। পাগলু, রংবাজ, খোকা ৪২০ এর মতো ছবিতে প্লেব‍্যাক সিঙ্গিং করেছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর