অস্ট্রেলিয়া, ইংল্যান্ড নয় T-20 বিশ্বকাপে বিরাটের মাথাব্যথার কারণ হতে পারে এই দেশ

বাংলা হান্ট ডেস্কঃ আইসিসি নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই কার্যত বেজে গিয়েছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দামামা। ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে বেশ কিছু দেশ। ইংল্যান্ড চতুর্থ টেস্ট শেষ হলেই দল ঘোষণা করতে পারে ভারতও। তবে বিশ্লেষকদের মতে এবার টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আগের থেকে অনেক কঠিন হতে চলেছে। কারণ শুধু নামই দলই নয় বেশকিছু অনামী দলও দিতে পারে চমক। সাধারণত বিশ্বকাপের দাবিদার হিসেবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এই সব দলের নামই সামনে উঠে আসে কিন্তু অন্তত একটি অনামী দল অঘটন ঘটিয়ে দিতে পারে যেকোনও সময়।

ক্রিকেটে এখনও কার্যত নতুন বাংলাদেশ, তাদের ইতিহাস মাত্র কুড়ি পঁচিশ বছর পুরনো। কিন্তু অনেক বড় প্রথিতযশা দলকেও এবার বিশ্বকাপে চাপে ফেলে দিতে পারে তারা। বিশেষত ঘরোয়া টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশী ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার মতো বড় দলকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ফলাফলে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে তারা।

এমনকি নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারতের এই পড়শী দেশটি। ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজে ২-০ ফলাফলে এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। মনে রাখতে হবে সম্প্রতি আইসিসি ট্রফি জেতা নিউজিল্যান্ডকে চাপে ফেলে দেওয়া মোটেই কম কথা নয়। আর তাই অনেকেই মনে করছেন আগামী দিনে ভারতের বিরুদ্ধেও অঘটন ঘটিয়ে দিতে পারে তারা।

IMG 20210904 202912

প্রসঙ্গত উল্লেখ্য, মোট ১৬টি দল অংশগ্রহণ করবে এই ট্রফি জয়ের যুদ্ধে। আটটি দল ইতিমধ্যেই নিজেদের জায়গা নিশ্চিত করেছে। তারা হল, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। বাকি আটটি দল উঠে আসবে যোগ্যতা অর্জন পর্ব থেকে। আরব আমিরশাহীতে ১৭ অক্টোবর থেকে ১৬ টি দলের মধ্যে শুরু হবে যোগ্যতা অর্জনের লড়াই। এদের মধ্যেই রয়েছে বাংলাদেশও। তবে বিশ্লেষকদের মতে যথেষ্ট ধাক্কা দিতে পারে বাংলাদেশের মতো দল।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর