টাকা রাখার জায়গা নেই, ব্যক্তিগত দ্বীপ কিনে দু হাতে টাকা ওড়াচ্ছেন মিকা সিং! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: কিছু মানুষ দু বেলার খাবার জোটাতে মুখে রক্ত তুলে খাটছে, অন্যদিকে কিছু মানুষ কার্যত টাকার গদিতে শুয়ে রয়েছেন। একদলের যখন একবেলার খাবার জুটলে তারপর কী হবে তা ভেবে মাথায় হাত পড়ে, অন্যদল রাজভোগও ফেলে ছড়িয়ে খায়। কী অদ্ভূত বৈপরীত্য। বলিউড গায়ক মিকা সিংয়ের (Mika Singh) সাম্প্রতিক কর্মকাণ্ডের কথা শুনে কিছুটা এমনি প্রতিক্রিয়া দিচ্ছেন আমজনতা।

কী এমন করেছেন মিকা? তেমন কিছুই না, একটি ব্যক্তিগত দ্বীপ কিনেছেন তিনি। সঙ্গে রয়েছে একটি বিরাট হ্রদ, সাতটি নৌকা এবং দশটি ঘোড়া। চমকে গেলেন? চমকানোর মতোই কাণ্ড বটে। মিকারই সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য।

mika singh 0
একটি ভিডিও শেয়ার করেছেন মিকা। সেখানে তাঁকে লেকের জলে নৌকা নিয়ে ঘুরতে দেখা গিয়েছে। তার ফাঁকেই ভিডিও শুট করেছেন তিনি। ক্যাপশনে মিকা লিখেছেন, ‘পপ গায়ক মিকা সিং নিজের ছোট্ট স্বর্গে দারুন সময় কাটাচ্ছেন। প্রথম ভারতীয় গায়ক যাঁর নিজস্ব একটি ব্যক্তিগত লেক সহ দ্বীপ, সাতটি নৌকা এবং দশটি ঘোড়া রয়েছে। একেই আসল রাজা বলে!’

https://www.instagram.com/reel/CjF5MyzDf7b/?igshid=YmMyMTA2M2Y=

ভিডিওর কমেন্ট বক্সে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন গায়ককে। আবার অনেকে ট্রোলও করেছেন তাঁকে। একজন লিখেছেন, সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন মিকা। বেআইনি জমি কিনে বাড়ি বানিয়েছেন। ওই জায়গাটা ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের আওতায় পড়ে। এর জন্য গ্রেফতারও হয়েছিলেন মিকা। তাছাড়া হ্রদটাও মোটেই তাঁর নয়। ওটা হরিয়ানা সরকারের সম্পত্তি।

https://www.instagram.com/reel/CjDnsEupNNJ/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, এর আগে টেলিভিশনের পর্দায় স্বয়ম্বর সভার আয়োজন করে চর্চায় উঠে এসেছিলেন মিকা সিং। শেষমেষ নিজের ঘনিষ্ঠ বান্ধবী আকাঙ্খা পুরিকেই ভবিষ্যতের স্ত্রী হিসাবে বেছেছিলেন তিনি। যদিও বিয়েটা আদৌ হবে কিনা তা এখনো ঠিক হয়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর