বাংলাহান্ট ডেস্ক: ভারতের ধনকুবের অম্বানি (Ambani) পরিবার। ছোটখাট সেলিব্রেশনেই সেখানে লাখ লাখ টাকা ওড়ে। আর এখানে তো স্বয়ং রাজপুত্র অর্থাৎ মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির বাগদান নিয়ে কথা হচ্ছে। ধুমধাম তো হবেই। আর এই সুযোগেই বড়সড় দাঁও মেরে নিলেন মিকা সিং (Mika Singh)। মাত্র ১০ মিনিটের পারফরম্যান্সের জন্য ঝুলি ভরে বাড়ি ফিরলেন বলিউড গায়ক।
জল্পনা সত্যি করে বিজনেস টাইকুনের মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান সেরেছেন অনন্ত। সম্প্রতি অম্বানিদের বিলাসবহুল অট্টালিকায় তারকাখচিত পার্টির আয়োজন করা হয়েছিল। বলিউডের তাবড় তাবড় তারকারা আমন্ত্রিত ছিলেন সেই পার্টিতে। শাহরুখ খান, সলমন খান, রণবীর কাপুর, রণবীর সিং, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, অয়ন মুখার্জি কে না ছিলেন অতিথিদের তালিকায়।
রাজস্থানের নাথদ্বারায় শ্রীনাথজি মন্দির দর্শন করে যুগলে মুম্বই ফেরেন অনন্ত এবং রাধিকা। পুষ্পবৃষ্টি করে, ঢাকঢোল পিটিয়ে স্বাগত জানানো হয় হবু জুটিকে। পাশাপাশি মিকা সিং এর একটি পারফরম্যান্সের আয়োজনও করা হয়েছিল। গাঢ় নীল শেরওয়ানিতে সেজে এসেছিলেন গায়ক। তাঁর সুপারহিট গানের তালে নাচতে দেখা যায় গোটা অম্বানি পরিবারকে।
মাত্র ১০ মিনিটের জন্যই ডাকা হয়েছিল মিকাকে। নিজের গাওয়া জনপ্রিয় কিছু গান গেয়ে পার্টি মাতিয়ে দেন তিনি। তবে এই ছোট্ট পারফরম্যান্সের জন্য তিনি যে পরিমাণ টাকা দাবি করেছেন তা শুনে চোখ কপালে অনেকেরই। মাত্র ১০ মিনিটের জন্য নাকি দেড় কোটি টাকা নিজের পকেটে পুরেছেন মিকা।
গুঞ্জনের সত্যি মিথ্যা জানা না গেলেও খবর ছড়িয়ে পড়তেই ট্রোলড হচ্ছেন মিকা। অম্বানি দেখেই বড় দর হেঁকে বসেছেন গায়ক, কটাক্ষ নেটিজেনদের। যদিও এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি গায়কের টিম। মিকার জীবনে এমন বিতর্ক অবশ্য নতুন নয়।
এর আগে উরি হামলার পরেও পাকিস্তানে গিয়ে অনুষ্ঠান করার অভিযোগে ফেঁসেছিলেন মিকা। বয়কটের ডাক উঠতেই ক্ষমা চেয়ে বেঁচে গিয়েছিলেন সে যাত্রা। তবে বিতর্ক থেকে সহজে রেহাই পান না গায়ক।