বাংলাহান্ট ডেস্ক: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালে সম্প্রতি দুদিনের সফরে কাশ্মীর গিয়েছিলেন। সেখানেই অজিত দোভালে নিরাপত্তা আধিকারিকদের সাথে কথা বলেন। আলোচনা হয় আইনশৃঙ্খলা নিয়ে।
জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাড়াতে সেখানে ১০ হাজার সেনা পাঠানো হচ্ছে। কিন্তু হঠাৎ করে কেন এত নিরাপত্তার বাড়বাড়ন্তি? প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে।
রাজ্য পুলিশের ডিজি জানাচ্ছেন, তিনি জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাড়ানোর জন্য বাড়তি সেনাবাহিনীর আবেদন করেছিলেন। তিনি বলেন উত্তর কাশ্মীরে সেনার সংখ্যা কম। সেখানে নিরাপত্তা বাড়াতে ১০০ সেনা পাঠানো হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রক বাড়তি সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে বলেন, দেশের নিরাপত্তা বাড়াতে জঙ্গিদের প্রতিহত করতে এই সেনা মোতায়েন করা হচ্ছে।