বাংলা হান্ট নিউজ ডেস্ক : দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে প্রথম ইনিংসের পর বেশ সুবিধাজনক জায়গায় ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে টিকে থাকতে গেলে আজকে জিততেই হবে শিখর ধাওয়ানের ভারতকে। লখনউতে প্রথম ম্যাচে জয়ের পর আজকে টসও জেতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক কেশব মহারাজ। একটি ইনফেকশনের কারণে বাদ দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক তেম্বা বাভূমাকে। নিজের কন্যা সন্তানকে হারালেও আজকের ম্যাচে মাঠে নেমেছেন ডেভিড মিলার।
ভারতীয় দলে আজ দেখা গেছে বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন। গত ম্যাচে কোনও রকম প্রভাব ফেলতে না পারা রুতুরাজ গায়কোয়াড় এবং রবি বিশ্নই বাদ পড়েছেন একাদশ থেকে। দলে এসেছেন বাংলা রঞ্জি দলের শাহবাজ আহমেদ এবং ওয়াশিংটন সুন্দর। এই দুটি পরিবর্তন ছাড়া বাকি ভারতীয় দল একইরকম ছিল।
গোটা ম্যাচে দুর্দান্ত বোলিং করেন মহম্মদ সিরাজ। নতুন বলে উইকেট নেওয়ার পাশাপাশি ডেথ ওভারেও কৃপণ বোলিং করেছেন এই পেসার। ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখনও বুমরার পরিবর্ত ঘোষনা করেনি। সিরাজের আজকের পারফরম্যান্স ভারতীয় নির্বাচকদের তাকে নিয়ে ভাবতে বাধ্য করবে। আজ ডেথে চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন সিরাজ। গোটা ম্যাচে তার বোলিং পরিসংখ্যান ১০-১-৩৮-৩।
সদ্য নিজের মেয়েকে হারিয়েও মাঠে নেমে ব্যাট হাতে আজ সাবলীল ছিলেন ডেভিড মিলার। রেজা হ্যানরিক্স (৭৪) এবং এইডেন মার্করম (৭৯) আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে আরও কম রানে হয়তো আটকানো যেত। কিন্তু মিলারের ৩৪ বলে ৪টি চার সহ ৩৫ রানের অপরাজিত ইনিংস দক্ষিণ আফ্রিকাকে ২৭৮ রানের লড়াকু স্কোরে পৌঁছে দেয়। শেষ ওভারে যদিও তিনি মাত্র একটি বলে স্ট্রাইক পেয়েছিলেন। নয়তো প্রোটিয়াদের রান আরও বাড়তে পারতো।
ভালো পারফরম্যান্স করেছেন আজকে বাংলার রঞ্জি দলের হয়ে খেলা ক্রিকেটার শাহবাজ আহমেদ। নিজের প্রথম ৭ ওভারে তিনি অত্যন্ত কৃপণ বোলিং করেছিলেন এবং জানেমন মালানের উইকেট নিজের পকেটে পুরেছিলেন। কিন্তু তার শেষ তিন ওভারে ২৬ রান ওঠে। তবে আজকের ম্যাচে ভারতীয় স্পিনার এর মধ্যে সবচেয়ে কৃপণ বোলিং করেছেন তিনি। তার অভিষেক ম্যাচে তার বোলিং পরিসংখ্যান ১০-০-৫৪-১।