লাখ টাকার ফোন থেকে উধাও সাত হাজার ছবি, ভিডিও! ডাক ছেড়ে কাঁদার অবস্থা মিমির

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পুজোর আগেই বহুমূল‍্য উপহার হাতে পেয়ে গিয়েছিলেন মিমি চক্রবর্তী (mimi chakraborty)। লাখ টাকার আইফোন ১৩ হাতে নিয়ে শো অফ করেছিলেন তিনি। এখন সেই ফোনকে নিয়েই সমস‍্যায় পড়লেন মিমি। মূল‍্যবান ফোন থেকে সাত হাজার ছবি, ভিডিও সমস্ত মুছে গিয়েছে। ডাক ছেড়ে কাঁদার অবস্থা সাংসদ অভিনেত্রীর।

ঠিক কী হয়েছে? জানা যাচ্ছে, মিমির ফোন থেকে সাত হাজার ছবি, ভিডিও সমস্ত কিছু মুছে গিয়েছে। ফেরত পাওয়ার সব রকম চেষ্টা করেও ব‍্যর্থ হয়েছেন তিনি। অনেকের সঙ্গেই শেষ স্মৃতি ছবি হিসাবে ছিল ওই ফোনে। আইফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপলের বিরুদ্ধে টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন মিমি।


তিনি লিখেছেন, ‘সাত হাজার ছবি, ৫০০ ভিডিও, সমস্ত কিছু গ‍্যালারি থেকে মুছে গিয়েছে। আমি জানি না কী করব। কাঁদব নাকি চিৎকার করে কাঁদব। ফেরত পাওয়ার সমস্ত উপায় চেষ্টা করে দেখেছি, কোনো লাভ হয়নি। আমার জঘন‍্য লাগছে।’ টুইটে সংস্থাকে ট‍্যাগও করে দিয়েছেন মিমি।

ভারতে লঞ্চ করার পরপরই নতুন আইফোন হাতেও পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী। এ ফোনের দাম শুনলে ভিরমি খেতেই পারেন! ভারতে নতুন আইফোন ১৩ র দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। স্পেসিফিকেশন ROM ১২৮ জিবি। স্পেসিফিকেশন যত বাড়তে সেই অনুযায়ী বাড়তে থাকবে টাকার পরিমাণও। সর্বাধিক স্পেশিফিকেশন যুক্ত আইফোন ১৩ র দাম এক লক্ষেরও বেশি।

নিজের নতুন আইফোনের ছবি শেয়ার করে মিমি লিখেছিলেন, ‘হ‍্যাঁ এটা আইফোন ১৩। এটুকু শো অফ তো চলতেই পারে।’ তবে ফোনটি কারোর থেকে পুজোর উপহার পেয়েছেন নাকি মিমি নিজেই নিজেকে উপহার দিয়েছেন তা অবশ‍্য জানাননি। এখন সে ফোন নিয়েই নাজেহাল অবস্থা মিমির।

অভিনয়ের কথা বলতে গেলে, পরিচালক অরিন্দম শীলের ‘খেলা যখন’ ছবির শুটিং সম্প্রতি শেষ করেছেন মিমি। তারপর পরই নতুন ছবির কাজ নিয়ে মাঠে নেমে পড়েছেন অভিনেত্রী। পরিচালক মৈনাক ভৌমিকের ‘মিনি’ ছবির শুটিং শুরু করেছেন মিমি। প্রকাশ‍্যে এসে গিয়েছে প্রথম পোস্টারও।

সম্পর্কিত খবর

X