পাঁচজন যক্ষ্মা রোগীকে দত্তক নিলেন মিমি, চিকিৎসা থেকে পুষ্টিকর খাবার সামলাবেন সব খরচ

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি। পাশাপাশি আবার বলিউডেও ডেবিউ করতে চলেছেন খুব শিগগির। মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) সাফল‍্য তরী ছুটছে দুর্বার গতিতে। এবার আরো একটি কাজের জন‍্য অনুরাগীদের কাছে বিশেষ প্রিয় হয়ে উঠলেন অভিনেত্রী। পাঁচজন যক্ষ্মা রোগীকে দত্তক নিয়েছেন মিমি। তাদের চিকিৎসার খরচ থেকে পুষ্টিকর খাবার দাবারের খরচও দেবেন সাংসদ অভিনেত্রী।

শুক্রবার ভাঙড়ের নলমুড়ি হাসপাতালে রোগী কল‍্যাণ সমিতির বৈঠকে অংশ নিয়েছিলেন সাংসদ মিমি। কিছুদিন আগে নলমুড়ি এবং জিরানগাছা হাসপাতালের রোগী কল‍্যাণ সমিতির চেয়ারম‍্যান পদেরও দায়িত্ব পেয়েছেন তিনি। প্রথম বার রোগী কল‍্যাণ সমিতির বৈঠকে এসে হাসপাতাল কর্মী এবং রোগীদের যাবতীয় সমস‍্যার কথা মনোযোগ সহকারে শোনেন মিমি।

Mimi Chakraborty
এই বৈঠকেই যক্ষ্মা রোগীদের দত্তক নেওয়ার কথা জানান সাংসদ অভিনেত্রী। তাদের চিকিৎসা, ওষুধপত্রের খরচের পাশাপাশি প্রয়োজনীয় প্রোটিন সমৃদ্ধ খাবারের খরচও তিনিই বহন করবেন বলে জানান মিমি। তিনি বলেন, ভাঙড় ১ ব্লকে যক্ষ্মায় আক্রান্ত রোগীর সংখ‍্যা প্রায় ৮০ জনের কাছাকাছি। তাদের মধ‍্যে অনেকেরই ওষুধ কেনার বা পুষ্টিকর খাবার খাওয়ার সামর্থ‍্য নেই। তাই মিমির আবেদন, যাদের সামর্থ‍্য আছে তারা যেন সাহায‍্যের হাত বাড়িয়ে দেন।

একা মিমি নন, স্থানীয় তৃণমূল নেতা কাইজার আহমেদ এবং ভাঙড় ১ ব্লকের বিডিও-ও কয়েকজন যক্ষ্মা রোগীকে দত্তক নিয়েছেন। কাইজার আহমেদ জানান, রোগী কল‍্যাণ সমিতি বৈঠকে হাসপাতাল এবং রোগীদের সুবিধা, অসুবিধা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। আগামীতে এমন শিবির আরো আয়োজন করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতা।

প্রসঙ্গত, রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি অভিনয়ের কেরিয়ারটাও সমান ভাবে সামলাচ্ছেন মিমি। হিন্দি ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন তিনি। নিজেই জানিয়েছেন এ খবর। গুঞ্জনের সত‍্যতা স্বীকার করে মিমি জানান, তিনি হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন। সিরিজের শুটিং খুব তাড়াতাড়িই শুরু হবে।

ইতিমধ‍্যেই চুক্তিপত্রে সই করে ফেলেছেন তিনি। তাই এর থেকে বেশি কিছু বলতে পারবেন না বলে জানান মিমি। গোপনীয়তা বজায় রাখতে হবে তাঁকে। পাশাপাশি ‘পোস্ত’র হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ ছবিতেও দেখা যাবে মিমিকে।


Niranjana Nag

সম্পর্কিত খবর