যাদবপুরে প্রার্থী বাছাইয়ে ভুল? বোমা ফাটান মমতা, ভোটের মধ্যেই মুখ খুললেন সায়নী, তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে দলের একাধিক যুব নেতা-নেত্রীকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁদের মধ্যে অন্যতম হলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। যাদবপুরের মতো হাইভোল্টেজ আসনে তাঁকে দাঁড় করিয়েছে জোড়াফুল শিবির। গতবার এই কেন্দ্র থেকে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তবে এবার তাঁকে টিকিট দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, বরং আস্থা রাখা হয়েছে সায়নীর ওপর।

গত ররিবার সায়নীর সমর্থনে হরিনাভিতে একটি সভা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। সেখানে সায়নীকে কাছে ডেকে বলেন, ‘আমার প্রার্থী সায়নী। ওকে এই কারণে দেওয়া হয়েছে, কারণ আগের বার আপনারা ততটা সার্ভিস পাননি’। মমতা (Mamata Banerjee) কারোর নাম না নিলেও তিনি যে বিদায়ী সাংসদ মিমির কথাই বলছেন তা বুঝতে কারোর অসুবিধা হয়নি। এই আবহে এবার মুখ খুললেন সায়নী।

   

যাদবপুর (Jadavpur) তেমন ‘সার্ভিস’ পায়নি একথা বললেও মমতা অবশ্য মিমিকে দোষারোপ করেননি। বরং বলেছিলেন , ‘তাঁর অবশ্য কোনও দোষ ছিল না। তিনি নিজের সিনেমার দুনিয়ায় ব্যস্ত। এটা আমাদেরই দোষ ছিল। সেই কারণে আমরা সেই দোষ শুধরে নিয়েছি। সায়নী এলাকায় পড়ে থেকে লড়াই করবেন। দাঁতে দাঁত চেপে উন্নয়নের কাজ করবেন’।

আরও পড়ুনঃ রেমাল সরলেও সপ্তাহভর দুর্যোগের পূর্বাভাস! তুমুল বৃষ্টির সম্ভাবনা এই ৫ জেলায়ঃ আবহাওয়ার খবর

এদিকে মমতার পর সম্প্রতি সায়নীও জনপ্রিয় এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘মিমির খামতি ছিল’। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, মিমির হাত থেকে যাদবপুরকে কেমন অবস্থায় পেয়েছেন? জবাবে তৃণমূল প্রার্থী বলেন, ‘যাদবপুর মিমির বিষয় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের বিষয়। টালিগঞ্জে অরূপ বিশ্বাস বিষয়। যাদবপুরে মলয় মজুমদার বিষয় … আমাদের বিধায়ক, পৌর প্রতিনিধিরা লাগাতার কাজ করছেন। মিমির প্রচুর দায়িত্ব ছিল। কিছু কাজ করেছে, কিছু করতে পারেনি। খামতি আছে, আমি পূরণ করব’।

সায়নীর সংযোজন, ‘মিমি নিজের মতো করে কাজ করার চেষ্টা করেছে। কিছু চ্যুতি-বিচ্যুতি থাকে। আগেই বলেছে ও প্রথমে একজন অভিনেত্রী। তবে আমি প্রথমে একজন সভানেত্রী। যাদবপুরের মানুষও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই আমায় গ্রহণ করেছে’।

Mamata Banerjee Saayoni Ghosh

একদা ‘বাম গড়’ হিসেবে পরিচিত যাদবপুরে গত কয়েকবছরে দেখা গিয়েছে তৃণমূলের দাপট। এবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সায়নী। তৃণমূল প্রার্থী বলেন, ‘আমি যাদবপুরের মেয়ে, যাদবপুর নিজের মেয়েকেই চাইছে। আমার স্কুল, কলেজ, নাচ, গান, টেবিলটেনিস সব এই জায়গা জুড়ে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর