দিদির জন‍্যই রাজনীতিতে আসা, মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে হাসপাতালের বেডে দেখে কেঁদে দিলেন মিমি

বাংলাহান্ট ডেস্ক: নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে গুরুতর চোট পান মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (mamata banerjee)। দ্রুত তাঁকে কলকাতায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে SSKM এ চিকিৎসাধীন রয়েছেন মুখ‍্যমন্ত্রী। আজ সকাল থেকেই একের পর এক বিভিন্ন দলের নেতা মন্ত্রীরা দেখতে আসেন তাঁকে। এসেছিলেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীও (mimi chakraborty)।

মুখ‍্যমন্ত্রীকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি মিমি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সকলকে অনুরোধ করেন, আজ শিবরাত্রির দিনে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করতে। দিদির জন‍্যই রাজনীতিতে এসেছেন তিনি। নাহলে একা এত বড় সিদ্ধান্ত তিনি নিতে পারতেন না।

898403 mimi chakravarty self quarantine
আজ সেই দিদিকেই হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন মিমি। বারে বারে চোখের জল মুছতে দেখা যায় তাঁকে। শিবরাত্রির দিনে তিনি সকলকে অনুরোধ করেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের দ্রুত আরোগ‍্য কামনা করতে। বাকি সব কিছু পরে ভাবা যাবে বলে মন্তব‍্য করেন মিমি।

সোশ‍্যাল মিডিয়াতেও মুখ‍্যমন্ত্রীর জন‍্য শুভ কামনা জানিয়েছেন অভিনেত্রী সাংসদ। মিমি লেখেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন রানি। গোটা বাংলার মানুষ মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সুস্থতা কামনা করছে।’ টুইট করে নুসরত জাহানও। তিনি লেখেন, ‘আমাদের প্রিয় দিদির উপর এই হামলার তীব্র প্রতাবাদ জানাই। ওঁর ক্ষতি করার যতই চেষ্টা করুন না কেন আমাদের দিদি সোজা হয়েই দাঁড়িয়ে থাকবেন। ওঁর দ্রুত আরোগ‍্য কামনা করি।’

তৃণমূলে সদ‍্য যোগ দেওয়া তারকা প্রার্থীরাও মুখ‍্যমন্ত্রীর জন‍্য প্রার্থনা করেছেন। ব‍্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী লেখেন, ‘অনেক লড়াই বাকি, তুমি তারাতাড়ি সুস্থ হয়ে ওঠো দিদি। #BanglaNijerMeyekeChay জয় জগন্নাথ।’
সায়ন্তিকা লেখেন, ‘নন্দীগ্রামে প্রচারের সময় দিদির চোট পাওয়ার খবর শুনে উদ্বিগ্ন।

অভিযুক্তদের শণাক্ত করার জন‍্য কড়া তদন্তের দাবি জানাই। দিদির দ্রুত সুস্থতার কামনা করি।’ মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে ‘বাঘিনী’ বলে উল্লেখ করে তাঁর সুস্থতা কামনা করেন অভিনেত্রী কৌশানি মুখার্জি।

বুধবার রাতেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন অভিনেতা সোহম চক্রবর্তী। সেই সব ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লেখেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সুপরিকল্পিত হামলার প্রতিবাদে চন্ডীপুর বিধানসভার অন্তর্গত কোটনাউরী মোড় থেকে ভগবানপুর পর্যন্ত প্রতিবাদ মিছিল। মমতা বন্দোপাধ্যায়ের ওপর এই আক্রমনের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’


Niranjana Nag

সম্পর্কিত খবর