গোয়ায় মিমির ‘বিচ ভাইবস’, নির্বাচনের আগে ঘনিষ্ঠদের নিয়ে ভ‍্যাকেশনে তৃণমূল সাংসদ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের (election) বাকি আর কয়েক দিন। প্রচারের ব‍্যস্ততাও এখন তুঙ্গে। কিন্তু এই সময়েই কিছুদিনের ছুটি নিয়ে ভ‍্যাকেশনে (vacation) পাড়ি দিয়েছেন তৃণমূল (tmc) সাংসদ মিমি চক্রবর্তী (mimi chakraborty)। নিজের অভিনয় ও রাজনৈতিক কেরিয়ার থেকে কয়েকদিনের বিরতি নিয়েই গোয়ায় (goa) ঘুরতে গিয়েছেন মিমি।

সম্প্রতি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একের পর এক ছবি শেয়ার করে চলেছেন মিমি। তবে তিনি কোথায় গিয়েছেন সে বিষয়ে কোনো আভাস দেননি অনুরাগীদের। তবে মিমির সাম্প্রতিক ইনস্টা স্টোরি গুলি দেখেই মালুম হয়েছে গোয়াতেই গিয়েছেন তিনি। সমুদ্রের ধারের হোটেল থেকে বেশ কিছু ছবি ভিডিও শেয়ার করেছেন মিমি।

ঘনিষ্ঠ বান্ধবী পার্নো মিত্র, তুতো বোন অঙ্কিতা ও মিমির স্টাইলিস্ট স‍্যান্ডিও গিয়েছেন অভিনেত্রীর সঙ্গে ভ‍্যাকেশনে। রেস্তোরাঁতে বসে ভিডিও করার সময় সকলেই ধরা দেন মিমির ক‍্যামেরায়। অবল‍্য পার্নো নিজেই জানিয়েছিলেন গোয়ায় ঘুরতে যাচ্ছেন তিনি।

https://www.instagram.com/p/CLYbn3iAfGB/?igshid=ju27antvqb7a

https://www.instagram.com/p/CLVtC8og5yV/?igshid=tsux6ibfr3r9

অতি সম্প্রতি গিয়েছে মিমির জন্মদিন। ভ‍্যালেন্টাইনস উইকেই জন্মদিন ছিল তাঁর। ঘরোয়া ভাবে জন্মদিন পালনের পরেই টুক করে ভ‍্যাকেশনে চলে গিয়েছেন তিনি। সম্ভবত গোয়া থেকে ফিরেই পুরো দমে নির্বাচনের প্রচারে নেমে পড়বেন মিমি। অপরদিকে পার্নোও জানান, প্রচারের কাজ এখনো শুরু হয়নি। তাই ছুটি কাটিয়ে এসেই কাজে ফিরবেন পার্নো মিত্র।


জন্মদিনে মিমিকে শুভেচ্ছা জানান মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ও। একটি ফুলের বোকে ও কার্ড পাঠিয়ে মিমিকে জন্মদিনের শুভেচ্ছা জানান মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। চিঠিতে মিমিকে উদ্দেশ করে মুখ‍্যমন্ত্রী লেখেন, ‘শুভ জন্যদিনে আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আগামীতে আসুক আরো সাফল‍্য, আরো আনন্দ, এই শুভেচ্ছা রইল। পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো।’ চিঠির ছবি ও বোকের ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে ‘দিদি’কে ধন‍্যবাদ জানান মিমি।

X