মায়ের কোলে মাথা রাখতেই তেড়ে এল সন্তানেরা, দুই ছেলের দৌরাত্ম্যে অতিষ্ঠ মিমি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সারাটা দিন কাটে ব্যস্ততায়। হয় শুটিং, নয়তো রাজনৈতিক দায়িত্ব এসবের মাঝে ব্যক্তিগত সময় কাটানোর বেশি ফুরসত পান না মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তাই মাকে কাছে পেয়ে একটু আরাম করে কোলে শুতে গিয়েছিলেন। তাতেও বাধা। রীতিমতো অভিনেত্রীর গায়ে ঝাঁপিয়ে পড়ে তাঁকে মায়ের আদর খাওয়া থেকে আটকানোর চেষ্টা!

কাদের এত বড় সাহস হল যে মিমির সঙ্গে এমন করবে? উত্তর, তাঁরই দুই সন্তান। তারাই রেগে কাঁই মায়ের উপরে। একটি ভিডিও শেয়ার করেছেন মিমি। সেখানে দেখা যাচ্ছে, সবে নিজের মায়ের কোলে মাথা রেখে শুয়েছিলেন অভিনেত্রী সাংসদ। ব্যস, লাফ মেরে হাজির তাঁর দুই চারপেয়ে সন্তান। মা কেন দিদার কোলে শোবে? তাই মাকে বাঁচাতে হাজির তাঁর দুই দেহরক্ষী।

mimi chakraborty shared a photo of his pet dog

চিকু জুনিয়রেরই চিন্তা বেশি। মায়ের গায়ের উপরে উঠে সেই বেশি টানাটানি করছে। তুলনায় বড় দাদা ম্যাক্স অনেকটাই শান্ত। টেবিলের উপরে উঠে বাকিদের কাণ্ড দেখতে ব্যস্ত সে। এদিকে দুই ছেলেকে দেখে হেসেই গড়াগড়ি খাচ্ছেন মিমি। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মম্মির বডিগার্ডরা’।

মিমির পশুপ্রেমের কথা সকলেই জানেন। অনেক বছর ধরেই তাঁর কাছে রয়েছে ম্যাক্স আর চিকু। ম্যাক্স হল এক সাইবেরিয়ান হাস্কি আর ল্যাব্রাডর প্রজাতির সারমেয় ছিল চিকু। বছর দুয়েক আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায় চিকু। তারপরেই আরেক ল্যাব্রাডর চিকু জুনিয়রকে নিয়ে এসেছিলেন মিমি। পুঁচকে চিকু জুনিয়র এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Mimi Chakraborty (@mimichakraborty)

দুই পোষ্যকে নিজের সন্তান বলেই পরিচয় দেন মিমি। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যাক্স আর চিকুর ছবি, ভিডিওতেই ভর্তি। দুই ছেলেকে চোখের আড়াল করতে ভালবাসেন না মিমি। জন্মদিন উপলক্ষে প্যারিস ঘুরতে গিয়েছিলেন তিনি। বাড়ি ফিরেই চিকুকে আদর করার ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রীর। তাঁর এই পোষ্যপ্রেম অনেকেই প্রশংসা করেন। কয়েকজন আবার কটাক্ষও করেছেন। তবে কোনো মন্তব্যেরই উত্তর দেননি মিমি।

X