কালো সিক‍্যুইন শাড়ি, আবেদনময়ী চাহনি, চরম গ্ল‍্যাম অবতারে ভাইরাল মিমি চক্রবর্তী! দেখুন ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জমকালো কালো সিক‍্যুইন শাড়ি, ‘স্মোকি আইজ’এ ফুটে উঠেছে আবেদন। চূড়ান্ত গ্ল‍্যামারাস অবতারে ক‍্যামেরায় ধরা দিলেন তৃণমূলের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (mimi chakraborty)। সোশ‍্যাল মিডিয়ায় আপাতত তুমুল ভাইরাল (viral) অভিনেত্রীর এই মোহময়ী অবতারের ছবি (photo)।

নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে ছবিটি শেয়ার করেছেন মিমি। শুধু মাত্র ওয়েস্টার্ন নয়, শাড়ি পরেও যে এমন স্টাইলিশ লুক আনা যায় তা স্পষ্টই দেখিয়ে দিয়েছেন তিনি। মাত্র তিন ঘন্টার মধ‍্যেই ৪০ হাজার ছুঁতে চলেছে লাইকের সংখ‍্যা। সঙ্গে মিমির হাতের নটরাজের ট‍্যাটু যেন আরো বাড়িয়ে দিয়েছে ছবির সৌন্দর্য।

কিছুদিন আগেই লন্ডনে আগামী ছবির শুটিং সেরে দেশে ফিরে এসেছেন মিমি। ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে তাঁর আগামী ছবি ‘বাজি’র ট্রেলার। এখন শুধু অপেক্ষা সেই ছবির মুক্তির। আপাতত হাতে কোনো কাজ নেই। তাই সম্পূর্ণ ছুটির মেজাজে, রিল‍্যাক্স মুডে রয়েছেন তিনি।

আর এই ছুটি উপভোগ করতেই টুক করে মিমি চলে গিয়েছেন নিজের দেশের বাড়ি জলপাইগুড়িতে। সেখানে প্রকৃতির মাঝে, নিজের পরিবারের সঙ্গে চুটিয়ে ছুটি উপভোগ করছেন অভিনেত্রী। তবে ফাঁকে ফাঁকে অনুরাগীদের জন‍্য ছবি, ভিডিও শেয়ার করতেও ভুলছেন না মিমি।

https://www.instagram.com/p/CIFYI_TAaCD/?igshid=1n0tbj1mf4vsq

সম্প্রতি একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেন মিমি। বাড়ির কাছে এক নদীর ধারে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে যেন ফের শৈশবে ফিরে যান সাংসদ অভিনেত্রী। কখনো নদীর পাড় ধরে দে ছুট আবার কখনো জুতো খুলে পরনের প‍্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে জলেও দেন ঝাঁপ।

https://www.instagram.com/p/CH7hzCfgEj4/?igshid=778p3rjq602b

মিমি জানান, তাঁর বাড়ি থেকে এই জায়গাটা মাত্র ৩০ কিমি দূরে। তাই ছোটবেলায় বহুবার এখানে ঘুরতে এসেছেন তিনি। কিন্তু কোনোবার প্রকৃতির এত কাছাকাছি নিজেকে অনুভব করতে পারেননি মিমি। ব‍্যস্ত শিডিউলের ফাঁকে এই বিরতিটা যে খুব দরকার ছিল তাও জানান মিমি।

X