শোকস্তব্ধ মিমি, স্মৃতি ঘেঁটে চিকুর একের পর এক ছবি শেয়ার করে চলেছেন সাংসদ অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: সদ‍্য হারিয়েছেন দীর্ঘদিনের সঙ্গীকে। সন্তানসম পোষ‍্য চিকুকে (chickoo) হারিয়ে শোকাচ্ছন্ন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (mimi chakraborty)। চিকুকে নিজের বড় ছেলে হিসাবে পরিচয় দিতেন তিনি। ল‍্যাব্রাডর চিকু ও ছোট ছেলে সাইবেরিয়ান হাস্কি ম‍্যাক্স এই দুজনকে নিয়েই ছিল মিমির সংসার। দুই ছেলে যেন নয়নের মণি ছিল মিমির।

কয়েক মাস আগে ভ‍্যাকেশন থেকে ফিরে তাই চিকুর ক‍্যানসার আক্রান্ত হওয়ার খবরে দিশাহারা হয়ে পড়েছিলেন মিমি। সোশ‍্যাল মিডিয়ায় ভাল পশু চিকিৎসকের জন‍্য অনুরাগীদের শরণাপন্ন হয়েছিলেন। খোঁজ মিলতেই আর দেরি করেননি। চিকুকে নিয়ে রওনা দিয়েছিলেন চেন্নাই। চিকিৎসায় চিকু ভাল সাড়া দিচ্ছিল বলেও জানিয়েছিলেন মিমি।

Screenshot 2021 04 19 15 31 07 724 com.instagram.androidScreenshot 2021 04 19 15 31 21 949 com.instagram.android
কিন্তু শেষমেষ হার মানতে হল তাঁকে। মিমিকে একলা করে দিয়ে তাঁর আদরের চিকু পাড়ি দিয়েছে না ফেরার দেশে। এখনো প্রিয়জনকে হারানোর শোক থেকে বেরোতে পারেননি মিমি। শুধু মাত্র চিকুর ছবি দিয়ে এই মর্মান্তিক সংবাদটা সবাইকে জানিয়েছেন মিমি। সব যন্ত্রণা কষ্ট থেকে দূরে চিকু যেন এবার একটু শান্তি পায় এই প্রার্থনাই করেছেন মনে প্রাণে।

Screenshot 2021 04 19 15 31 45 935 com.instagram.android
যে প্রাণোচ্ছল মিমি মাঝে মাঝেই নানান পোস্ট দিতেন ইনস্টাগ্রামে, সেখানে তিনি একেবারে নিশ্চুপ। শুধু স্মৃতির সরণি বেয়ে তিনি পৌঁছে গিয়েছেন চিকুর কাছে। আদরের পোষ‍্যর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত এখন শুধু তাঁর স্মৃতিতে মুঠোফোনের স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে। সেখান থেকেই কিছু মুহূর্ত ইনস্টা স্টোরিতে শেয়ার করে চলেছেন মিমি।

Screenshot 2021 04 19 15 32 15 916 com.instagram.android
বড় ছেলের একের পর এক ছবি, ভিডিও শেয়ার করছেন মিমি। তাকে নিয়ে ঘুরতে বেরোনোর ভিডিও, রাখি পরানোর বা ঘুম পাড়ানোর ভিডিও সবই শেয়ার করেছেন মিমি। মিমি ও চিকুর স্মৃতি দেখে চোখ ছলছল তাঁর অনুরাগীদেরও। প্রিয় অভিনেত্রীকে সান্ত্বনা যুগিয়েছে তারা।

Screenshot 2021 04 19 15 32 28 254 com.instagram.androidScreenshot 2021 04 19 15 33 09 094 com.instagram.android
ব‍্যথাতুর হৃদয়ে সোশ‍্যাল মিডিয়ায় চিকুর মৃত‍্যুর খবর জানান মিমি। চিকুর একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন মিমি। সেই সঙ্গে তার কবরেরও একটি ছবি শেয়ার করেছেন তিনি। আবেগঘন বার্তায় মিমি লিখেছেন, ‘আমার একটা অংশ তোমার সঙ্গে নিয়ে তুমি চিরদিনের জন‍্য চলে গেলে। সব যন্ত্রণা থেকে দূরে তুমি শান্তিতে থাকো। মমি তোমাকে ভালবাসে।’

Niranjana Nag

সম্পর্কিত খবর