নিজের রক্ত বেচে ভারত আত্মনির্ভর হবে? মহার্ঘ‍্য রান্নার গ‍্যাস নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন মিমি

বাংলাহান্ট ডেস্ক: রান্নার গ‍্যাসের মূল‍্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল (tmc) সাংসদ মিমি চক্রবর্তী (mimi chakraborty)। যত দিন যাচ্ছে ততই মহার্ঘ‍্য হচ্ছে পেট্রোপণ‍্য। হাজারের কাছাকাছি দাম ছুঁতে চলেছে রান্নার গ‍্যাসেরও। এবার এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র তোপ দাগলেন মিমি।

টুইটে রান্নার গ‍্যাসের লাগাতার দাম বৃদ্ধি নিয়ে মোদী।সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তীব্র কটাক্ষ করে তৃণমূলের সাংসদ অভিনেত্রী প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘আপনার প্রতিশ্রুতির কি হল? ভারত কি নিজের রক্ত বিক্রি করে আত্মনির্ভর হবে?’

Mimi Chak 1
চার দফায় ২২৫ টাকা দাম বেড়েছে রান্নার গ‍্যাসের। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম এখন ৮৪৫.৫০ টাকা। রান্নার গ‍্যাসের লাগাতার দাম বৃদ্ধি হওয়ায় মাথায় হাত মধ‍্যবিত্তের। হেভিওয়েট নায়িকা হলেও এই ক্রমাগত মূল‍্যবৃদ্ধিতে ক্ষুব্ধ মিমিও। টুইটে তিনি জানিয়েছেন তাঁর বাড়িতে LPG গ‍্যাসের সিলিন্ডার দিতে আসেন রান্নার গ‍্যাস সরবরাহকারীরা। দাম শুনে অজ্ঞান হওয়ার জোগাড় হয় তাঁর।

IMG 20210303 161453
বাদ নেই পেট্রোল ডিজেলও। রান্নার গ‍্যাসের সঙ্গে পাল্লা দিয়ে দাম চড়ছে পেট্রোপণ‍্যের‌। পেট্রোপণ‍্যের লাগাতার মূল‍্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ জমা হচ্ছে গোটা দেশে। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলিকে। কেন্দ্রকে তোপ দাগতে ছাড়ছেন না তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ও।

কিছুদিন আগেই পেট্রোপণ‍্যের অত‍্যধিক মূল‍্যবৃদ্ধির প্রতিবাদে মেয়র ফিরহাদ হাকিমের ইলেকট্রিক স্কুটারে চড়ে নিজের বাড়ি থেকে নবান্নে যান মুখ‍্যমন্ত্রী। অভিনব প্রতিবাদের মাধ‍্যমে মোদী সরকারের উদ্দেশে তোপ দাগেন তিনি। তাঁর কথায়, যে ভাবে রান্নার গ‍্যাসের দাম বাড়ছে তা মধ‍্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে এবার। সাধারণ মানুষ এবার খাবে কি? মোদী সরকারকে এর জবাব দিতে হবে বলে মন্তব‍্য করেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।


Niranjana Nag

সম্পর্কিত খবর