মধ‍্যরাতে মিমির সারপ্রাইজ, বেস্ট ফ্রেন্ড-প্রেমিকা দুজনকে নিয়েই জন্মদিন সেলিব্রেট করলেন অনিন্দ‍্য

বাংলাহান্ট ডেস্ক: হালের বিনোদন ইন্ডাস্ট্রিতে প্রেম বিচ্ছেদের ঘনঘটায় খাঁটি বন্ধুত্ব বড়ই অমিল। আজ যারা গলায় গলায় বন্ধু, কাল তাদের পাত্তাও পাওয়া যায় না। উপরন্তু নারী পুরুষের বন্ধুত্বকে তো চিরকাল তেরচা ভাবেই দেখে এসেছে সমাজ। কিন্তু নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে দিব‍্যি বন্ধুত্বের জয়গান গাইছেন মিমি চক্রবর্তী (mimi chakraborty) ও অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায় (anindya chatterjee)।

দুজনেই টলিউড ইন্ডাস্ট্রির নামী অভিনেতা অভিনেত্রী। বড়পর্দা ছাড়া ছোটপর্দাতেও অভিনয় করেন অনিন্দ‍্য। মিমির সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা কারোর অজানা নয়। এই বন্ধুত্বে কোনো খাদ পড়তে দেননি দুজনে। নিজেদের কেরিয়ার, সম্পর্ক নিয়ে ব‍্যস্ত থাকলেও একে অপরের বিশেষ দিন কখনোই ভোলেন না মিমি অনিন্দ‍্য।

ANK 1640835241615
বুধবার অভিনেতার জন্মদিন ছিল। কিন্তু সেদিন তাঁকে পাওয়ার সম্ভাবনা কম। তাই মঙ্গলবার মধ‍্যরাতেই অনিন্দ‍্যর বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেন মিমি। হাতে ছিল কেক। মাঝরাতেই ঘরোয়া পার্টিতে মেতে ওঠেন বার্থডে বয়। সঙ্গে মিমি ছাড়াও ছিলেন অনিন্দ‍্যর প্রেমিকা। পি আর প্রফেশনাল রোমি দত্তর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তিনি।

সোশ‍্যাল মিডিয়ায় মিমি, রোমি দুজনকে নিয়েই ছবি শেয়ার করেছিলেন অনিন্দ‍্য। মুখময় তাঁর কেকে মাখা। ‘বাপি বাড়ি যা’র সেটে প্রথম আলাপ মিমি অনিন্দ‍্যর। সেই বন্ধুত্ব রয়ে গিয়েছে এখনো। এর আগে মিমির জন্মদিনেও বিশেষ শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা।

270775959 5158056597583813 7494666009455437015 n 1640835478527
জন্মদিনের সকালে উঠেই সাইকেল নিয়ে কলকাতা চক্কর মেরেছেন অনিন্দ‍্য। এ তাঁর রোজকার রুটিন। তারপরেই দৌড় সেটে। সদ‍্য ‘গাঁটছড়া’ সিরিয়ালের শুটিং শুরু করেছেন তিনি। সিরিয়ালের গল্প অনুযায়ী, হীরে ব‍্যবসায়ী পরিবার সিংহরায় বাড়ির বড় ছেলে গৌরব। তার মেজ ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন অনিন্দ‍্য। গৌরবের সঙ্গে আবার অনিন্দ‍্যর রেষারেষি।

270291148 5159503764105763 8831672045968941218 n 1640835625300
বড়ভাইয়ের যা পছন্দ হয় সেটাকেই হাতানোর দিকে নজর মেজভাইয়ের। প্রথম সপ্তাহেই ভাল টিআরপি তুলেছে এই সিরিয়াল। গাঁটছড়ার সেটেও একপ্রস্থ সেলিব্রেশন হয়েছে। গৌরব, সোলাঙ্কিকে পাশে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেছেন অনিন্দ‍্য।

Niranjana Nag

সম্পর্কিত খবর