দ্রুত ছড়াচ্ছে ভাইরাস, বাড়ির বাইরে না বেরিয়েও করোনা সংক্রমিত হলেন মিমি চক্রবর্তী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডে করোনা (corona) আক্রান্তের তালিকায় যুক্ত হল আরো এক নাম, অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (mimi chakraborty)। অন‍্যদের মতো তিনিও সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমেই জানিয়েছেন এই খবর। কিন্তু অদ্ভূত বিষয়, অভিনেত্রী দাবি করেছেন তিনি গত কয়েকদিন ধরে বাড়িতেই রয়েছেন। একবারের জন‍্যও বেরোননি। জনবহুল এলাকায় যাওয়া তো দূরের কথা। তবুও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় চিন্তায় পড়েছেন অভিনেত্রী।

সোশ‍্যাল মিডিয়ায় মিমি লিখেছেন, ‘আমি করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু গত কয়েকদিনে আমি না বাড়ির বাইরে গিয়েছি আর না কোনো সভা সমাবেশ করেছি। করোনা আমাকে বেশ বাজে ভাবে আক্রমণ করেছে। আমি চিকিৎসকদের পরামর্শ মতো চলছি এবং নিজেকে বাড়িতেই আইসোলেশনে রেখেছি। আমি সকলকে অনুরোধ করব সঠিক ভাবে বিধি নিষেধ মানতে এবং কোনো ঝুঁকি না নিয়ে সব সময় মাস্ক পরতে। সকলে সুস্থ থাকুন।’


করোনা আক্রান্তের তালিকাটা ক্রমে বেড়েই চলেছে টলিপাড়ায়। বছরের শুরুর দিনেই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন জিৎ গঙ্গোপাধ‍্যায় ও সৃজিত মুখোপাধ‍্যায়। তারপর একে একে খারাপ খবর দেন শ্রীজাত বন্দ‍্যোপাধ‍্যায়, পার্নো মিত্র, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়, দেব, রুক্মিনী মৈত্র, প‍রমব্রত চট্টোপাধ‍্যায়, রুদ্রনীল ঘোষরা।


নতুন বছরের শুরুতেই ঝাঁপিয়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। ক্রিসমাস ও বর্ষশেষের সেলিব্রেশনের জন জোয়ারকেই এর জন‍্য দায়ী করা হচ্ছে অনেকাংশে। ইতিমধ‍্যেই বেশ কিছু বিধি নিষেধ জারি করা হয়েছে রাজ‍্যে। তবু নিত‍্যদিন বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ‍্যার গ্রাফটা ভয় ধরাচ্ছে মনে।

সম্পর্কিত খবর

X