গ্রিলড ফিশ বা মাটন রারা, ওম-মিমির বাঙালি বিয়ের ফিউশন মেনুর খুঁটিনাটি

বাংলাহান্ট ডেস্ক: গতকালই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অন‍্যতম জনপ্রিয় তারকা জুটি মিমি দত্ত (mimi dutta) ও ওম সাহানি (om sahani)। দীর্ঘ তিন বছর প্রেমের পর অবশেষে পরিণতি পেল দুজনের সম্পর্ক। বাঙালি রীতি মেনে রবীন্দ্রসঙ্গীতের সুরে চার হাত এক হল ওম মিমির। তারকা জুটির রাজকীয় বিয়ে (marriage) উপলক্ষে উপস্থিত ছিলেন টলিপাড়ার বহু প‍রিচিত মুখ।

লাল টুকটুকে বেনারসী, গা ভর্তি সোনার গয়না পরে বিয়েতে বসেন মিমি। তবে হাতে ছিল চূড়া ও কলিরেও। ওম এসেছিলেন চোস্ত কুর্তায় সেজে, সঙ্গে মাথায় পাগড়ি। তবে বিয়েতে একেবারে বাঙালি রীতিতেই সাদা ধুতি মাথায় টোপর পরে বসেন ওম।

IMG 20210203 205658
ওম মিমির বিয়ের জন‍্য স্বপ্নের মতো সেজে উঠেছিল ক্লাব ভার্দে ভিস্তা। মহিলা পুরোহিতই দেন বিয়ে। তবে কন‍্যাদান হয়নি মিমির। রবীন্দ্রসঙ্গীত ‘আনন্দলোকে মঙ্গলালোকে’র সুরে সম্পন্ন হয় ওম মিমির শুভ পরিণয়।

https://www.instagram.com/p/CK1WGnun9er/?igshid=gezxjcz0rd5q

তারপর ছিল ভূরিভোজের পালা। স্টার্টারে ছিল মালাই টিক্কা কাবাব, ফিশ ওরলি, ক্রিস্পি চিলি পনির, ফিশ বাটার ফ্রাই, চিলি প্রন। এরপর পালা মেন কোর্সের। ভেজিটেবল জয়পুরি, মশালা কুলচা, ডাল মাখানি, বাটার নান, পিস পোলাও, গ্রিলড ফিশ ইন লেমন বাটার সস, মাটন রারার মতো জিভে জল আনা সব পদ। চকোলেট মন্টে কার্লো ও বেকড রসগোল্লা দিয়ে হল মিষ্টিমুখ।

https://www.instagram.com/p/CK16t1zBa4v/?igshid=rsxe2lviitfm

মিমির ঘনিষ্ঠ বান্ধবী সায়ন্তনী গুহ ঠাকুরতা, দেবপর্ণা পাল চৌধুরী প্রথম থেকেই উপস্থিত ছিলেন বিয়েতে। এছাড়াও এসেছিলেন মানালি দে ও অভিমন‍্যু মুখার্জি, শিবপ্রসাদ মুখার্জি নন্দিতা রায়ও। নব দম্পতিকে প্রাণ ভরে আশীর্বাদ করেন তাঁরা।

মঙ্গলবার ছিল মিমি ও ওমের জমজমাট মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠান। রঙবরঙের সাজে সেজে উঠেছিল অনুষ্ঠানের আসর। থিম মিলিয়ে এদিন দুজনেই সেজেছিলেন সবুজ রঙের পোশাকে। সাদা সবুজ লেহেঙ্গা চোলিতে পাওয়া গেল মিমিকে। অপরদিকে ওমের পরনে ছিল একই রঙের কুর্তা পাজামা ও বন্ধগলা।

মেহেন্দির পর ছিল সঙ্গীত অনুঠান। এদিন ব্রাইডসমেট হিসাবে উপস্থিত ছিলেন মিমির ঘনিষ্ঠ বান্ধবী অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা, দেবমিতা দে, দেবপর্ণা পাল চৌধুরী, সন্দীপ্তা সেনরা। সঙ্গীতে গানের তালে নাচের পারফরম‍্যান্স করেন তাঁরাও। গোবিন্দার ‘কিসি ডিস্কো মে যায়ে’ গানের সঙ্গে নাচেন ওম মিমিও।


Niranjana Nag

সম্পর্কিত খবর