‘পরমসুন্দরী’র তালে নাচিয়েছেন সকলকে, গ্র‍্যামির জন‍্য মনোনীত হল এ আর রহমানের সুর দেওয়া ‘মিমি’র গান

বাংলাহান্ট ডেস্ক: এবারের পুজোর সুপার হিট গানগুলির মধ‍্যে অন‍্যতম ছিল ‘পরমসুন্দরী’‌। এ আর রহমানের (a r rahman) সুরে শ্রেয়া ঘোষালের গাওয়া ‘পরমসুন্দরী’ মুক্তির পর থেকেই জায়গা করে নিয়েছিল সঙ্গীতপ্রেমীদের প্লে লিস্টে। পাশাপাশি সোশ‍্যাল মিডিয়ায় রিল ভিডিওতেও দারুন জনপ্রিয় হয়ে উঠেছে গানটি। এবার পরমসুন্দরীর সুরকার আরো এক সুখবর দিলেন।

৬৪ তম গ্র‍্যামি অ্যাওয়ার্ডের জন‍্য মনোনীত হয়েছে মিমি ছবির সাউন্ড ট্র‍্যাক। টুইটারে ভক্তদের জন‍্য নিজে এই সুখবর জানিয়েছেন এ আর রহমান। টুইটে তিনি জানান, মিমি ছবিতে তাঁর সাউন্ড ট্র‍্যাক মনোনীত হয়েছে ৬৪ তম গ্র‍্যামি অ্যাওয়ার্ডের জন‍্য। উচ্ছ্বসিত অনুরাগীরা প্রশংসা ও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছে কমেন্ট বক্স। শুভেচ্ছা জানিয়েছেন ‘মিমি’ অভিনেত্রী কৃতি সাননও।

AR Rahman 1200
বলিউড তথা গোটা দেশের খ‍্যাতনামা সঙ্গীতশিল্পী দের মধ‍্যে অন‍্যতম এ আর রহমান। তাঁর পুরো নাম আল্লাহ রাখা রহমান। নাম পরিবর্তনের পরেই ‘রোজা’ ছবিতে সুর দিয়েছিলেন রহমান। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ইতিদুটি অ্যাকাডেমি পুরস্কার, দুটি গ্র‍্যামি, একটি BAFTA ও একটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড সহ আরো বহু পুরস্কারের বিজেতা এ আর রহমান।

প্রসঙ্গত, ২০১০ সালে মুক্তি পায় মারাঠি ছবি ‘মালা আই ভাচি’। এই ছবিরই হিন্দি রিমেক মিমি। সেই ছবিতে দেখা গিয়েছিল সম্রুদ্ধি পোরে, উর্মিলা কানিতকর, সুলভা দেশপাণ্ডেকে। জাতীয় পুরস্কারও পেয়েছিল সেই ছবি। ‘মিমি’ ছবির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। ছবিতে একজন সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করেছেন কৃতি।

এছাড়াও এরপর টাইগার শ্রফের সঙ্গে হিরোপন্তি টু ছবিতে দেখা যাবে কৃতিকে। ঝুলিতে রয়েছে আরো বেশ কয়েকটি ছবি। ভেড়িয়া, বচ্চন পাণ্ডে, আদিপুরুষ রয়েছে এই তালিকায়। ভেড়িয়া ছবিতে বরুন ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন কৃতি। বচ্চন পাণ্ডে ছবিতে অক্ষয় বিপরীতে অভিনয় করবেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর