পাঁচ বছরের দাম্পত‍্য জীবন শেষ, বিবাহ বিচ্ছেদ হল মিনিশা লাম্বার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পাঁচ বছরের বিবাহিত জীবনে দাঁড়ি পড়ল মিনিশা লাম্বা (minisha lamba) ও রায়ান থামের (ryan tham)। ২০১৫ সালে পেশায় রেস্তোরাঁ মালিক রায়ানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিনিশা। পাঁচ বছর সংসার করার পর বিবাহ বিচ্ছেদের (divorce) সিদ্ধান্ত নিলেন দুজন।
এক সংবাদ মাধ‍্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই বিবাহ বিচ্ছেদের কথা স্বীকার করেন মিনিশা। ২০১৩ সালে এক রেস্তোরাঁতেই রায়ানের সঙ্গে আলাপ হয় মিনিশার। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব। বন্ধুত্ব গড়ায় প্রেমে। শেষে ২০১৫ তে সাত পাকে বাঁধা পড়েন মিনিশা ও রায়ান।
বিয়েতে উপস্থিত ছিলেন শুধুমাত্র দুই পরিবারের সদস‍্যরা ও আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব। মিনিশা জানান, প্রথম থেকে সবকিছু ঠিকঠাক থাকলেও ২০১৮ থেকে মনোমালিন‍্য শুরু হয় দুজনের মধ‍্যে। তাঁরা এরপর সেপারেশনেও ছিলেন বলে জানান অভিনেত্রী। তবে এবার পুরোপুরি ইতি টানলেন বিবাহিত জীবনে। কিন্তু এই বিচ্ছেদ তাঁর কেরিয়ারে কোনও প্রভাব ফেলবে না বলেই জানান মিনিশা।


প্রসঙ্গত, সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। লকডাউনে বাড়ি বসে প্রায়ই নানান ছবি, ফটোশুট অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন মিনিশা। বিকিনি অবতারে বহুবার ক‍্যামেরায় ধরা দিয়েছেন তিনি। তুমুল ভাইরাল হয়েছে সেই সব ছবি।
বলিউডে দীর্ঘদিন আগে প্রবেশ করলেও খুব বেশি ছবিতে কাজ করতে দেখা যায়নি মিনিশা লাম্বাকে। তারপর মূল চরিত্রে অভিনয় ছেড়ে পার্শ্বচরিত্রে অভিনয় শুরু করেন তিনি। নতুন কোনও ছবির কথা এখনও ঘোষনাও করেননি তিনি। তবে বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে মাঝে মাঝে দেখা যায় তাঁকে।

সম্পর্কিত খবর

X