মুশকিল আসান! তীব্র গরমে আর যাবে না কারেন্ট! CESC-কে নির্দেশ, বিরাট পদক্ষেপ রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ দিনে বইছে লু। তীব্র তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে। একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির গন্ডি ছাড়িয়েছে। শনিবার কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি। রিয়েল ফিল ৫০ ছুঁইছুঁই করছে। আগামী কয়েকদিন তীব্র তাপপ্রবাহ নিয়ে কমলা সতর্কতাও জারি হয়েছে একাধিক জেলায়। এপ্রিল মাসেই এই অবস্থা হলে পরবর্তী সময়ের কথা ভেবেই মাথা বনবন করছে। এদিকে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে বিদ্যুতের চাহিদা।

গতবারের তুলনায় এবার আরও বেশি ব্যবহার হচ্ছে এসি, কুলার, ফ্রিজ, ফ্যানের মত সামগ্রী। বিদ্যুতের যোগান আর চাহিদা ক্রমশই ভারসাম্য হারাচ্ছে। বিদ্যুতের চাহিদা লাগাতার বাড়তেই বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ মিলছে। এই অবস্থায় কোনওভাবেই যাতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন না হয়, সেই দিকে নজর রাখার জন্য CESC-কে নির্দেশ দিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Minister Arup Biswas)।

শুক্রবার সিইএসসি কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিদ্যুৎমন্ত্রী। বিদ্যুৎ সচিব শ্রী শান্তনু বসু, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান শ্রী পি বি সেলিম এবং সিইএসসির আধিকারিকদের উপস্থিতিতে সেই বৈঠক হয়। সূত্রের খবর, সেখানেই মন্ত্রীর নির্দেশ, এই পরিস্থিতিতে কোনোভাবেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা যাবে না।

যদি কোনও জায়গায় যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বা বিদ্যুৎ সংযোগ মেরামত করার প্রয়োজন পড়ে তাহলে সেই সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ যাতে নিরবচ্ছিন্নভাবে হয় তা দেখার জন্য নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। পরিস্থিতি সর্বদা অনুকূল রাখতে মোবাইল রিপেয়ারিং ভ্যান এবং মেরামতের জন্য কর্মী সংখ্যা আরও বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।

power supply

আরও পড়ুন: টানা দুদিন দক্ষিণবঙ্গের ১০ জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি! কখন কোথায় শুরু? আবহাওয়ার খবর

প্রসঙ্গত, গতবার তীব্র গরমে লাগাতার বিদ্যুৎ পরিষেবা বন্ধ করা হয়েছে। যা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছিল। তবে এবার বিদ্যুৎ বিভ্রাট রুখতে আগেভাগেই তৎপর সিইএসসি। সিইএসসির এক আধিকারিক তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা রুখতে সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন সিস্টেম (এসসিএডিএ)-এর ব্যবহার করা হচ্ছে। যার মাধ্যমে কোনও রকম সমস্যা হলেও দ্রুত তা মেটানো সম্ভব হবে। গ্রাহকদের কথা মাথা রেখে এবার ইতিমধ্যেই আরও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওই আধিকারিক।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর