প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার, ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি

Published on:

Published on:

Minister Chandranath Sinha gets interim bail after surrender in SSC Scam case

বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় ফের নতুন মোড়। রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা শনিবার আত্মসমর্পণ করলেন ইডির বিশেষ আদালতে। তাঁর আগাম জামিনের আবেদন ঘিরে নাটকীয়তা হলেও শেষ পর্যন্ত বিচারক শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিলেন মন্ত্রীকে।

ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) অভিযুক্ত মন্ত্রী চন্দনাথ সিনহার

শনিবার আদালতে হাজির হয়ে চন্দ্রনাথ সিনহা আগাম জামিনের আবেদন জানান। তবে ইডি আদালতে স্পষ্ট দাবি জানায় যে, মন্ত্রীকে সাতদিন হেফাজতে দেওয়া হোক। তারা যুক্তি দেয় যে, মন্ত্রী প্রভাবশালী ব্যক্তি, বাইরে থাকলে নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলার তদন্ত প্রভাবিত হতে পারে। কিন্তু বিচারক সেই দাবি খারিজ করে দেন। অবশেষে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার।

ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের ডায়েরিতে ১০০ জনেরও বেশি নাম রয়েছে। তার মধ্যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নামও রয়েছে। এই প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় ইডি। তবে রাজভবন থেকে অনুমোদন সংক্রান্ত নথি না পাওয়ায় সমস্যায় পড়েছিল কেন্দ্রীয় সংস্থা। পরে রাজ্যপালের অনুমতিতে সেই জট কেটে যায় এবং আদালতে নথি জমা দেওয়া হয়।

চার্জশিট গৃহীত হওয়ার পর থেকেই মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। তাঁকে একাধিকবার তলবও করা হয়েছিল। কিন্তু বারবার তিনি হাজিরা এড়িয়ে যান। অবশেষে আর দেরি না করে সরাসরি আদালতেই আত্মসমর্পণ করেন চন্দ্রনাথ। বিচারকের নির্দেশ অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর ফের আদালতে তাঁকে হাজির থাকতে হবে। সেই সময় পর্যন্ত বোলপুরেই অবস্থান করতে হবে তাঁকে।

Minister Chandranath Sinha gets interim bail after surrender in SSC Scam case

আরও পড়ুনঃ বাংলায় কবে SIR? দিল্লির বৈঠকের আগে বাংলার সিইও দপ্তরে জোড়া বৈঠক

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় মন্ত্রীর আত্মসমর্পণ নিঃসন্দেহে মামলার গুরুত্ব বাড়িয়ে দিল। ইডি তদন্তের এবার আরও চাপ তৈরি হতে পারে শাসকদলের অন্দরে। আপাতত আগামী ১৬ সেপ্টেম্বরের শুনানির দিকে এখন তাকিয়ে সবাই।