মন্ত্রী মলয় ঘটকের আবেদন খারিজ করল ইডি, হাজিরা দিতে যেতে হবে দিল্লিতেই

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ২৩ সেপ্টেম্বর কয়লা পাচার কাণ্ডে ইডির জেরার মুখোমুখি হতে দিল্লি যাচ্ছেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)। গত ১৪ তারিখ ওনাকে দিল্লি ডেকেছিল তদন্তকারী সংস্থা, কিন্তু সেই সময় মলয়বাবু দিল্লি যাননি। আইনমন্ত্রী জানিয়েছিলেন যে, এটুকু সময়ের মধ্যে তদন্ত সম্পর্কিত সমস্ত নথি যোগার করা সম্ভব হয়নি।

মলয় ঘটকের আইনিজিবি দীপঙ্কর কুণ্ডু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে চিঠি লিখি জানিয়েছিলেন যে, বর্তমানে মলয়বাবু সশরীরে দিল্লিতে ইডির সামনে হাজিরা দিতে পারবেন না। তবে তিনি দায়িত্ববান নাগরিক এবং মন্ত্রী হিসেবে তদন্তে সবরকম সহযোগিতা করবেন।

এছাড়াও, দিল্লি যাওয়ার বদলে কলকাতার অফিস থেকে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদের প্রস্তাব দিয়েছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। কিন্তু আইন মন্ত্রীর এই প্রস্তাব নাকোচ করে দেয় ইডি।

তদন্তকারী সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে, আইনমন্ত্রীকে গত পাঁচ বছরের ব্যাংকের সমস্ত লেনদেনের কাগজ নিয়ে দিল্লিতে আসতে হবে। প্রস্তাব নাকোচের জেরে আগামী ২৩ তারিখ দিল্লি যাচ্ছেন আইন মন্ত্রী।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর