আর পাঁচজনের মতই লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

বাংলাহান্ট ডেস্কঃ আর পাঁচজনের মতই লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। কলকাতা পুরসভার হরিশ চ্যাটার্জি রোডের ওয়ার্ড অফিস জয়হিন্দ ভবনে সকাল ১১ টা বেজে ৪০ মিনিট নাগাদ দুয়ারে সরকার ক্যাম্পের থেকে লাইনে দাঁড়িয়েই নিজের স্বাস্থ্য সাথী কার্ড নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।

বঙ্গবাসীর চিকিৎসার সুবিধার্থে রাজ্য সরকারের পক্ষ থেকে সকলের জন্য চালু করা হয়েছে স্বাস্থ্য সাথী কার্ড। পূর্বে এই কার্ডের সুবিধা সকল রাজ্যবাসী না পেলেও, বর্তমান ১০ কোটি মানুষকে এই কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সামনেই নির্বাচন সেই দিকে তাকিয়েই স্বাস্থ্য সাথী কার্ডকে হাতিয়ার করে রাজনীতির চাল চেলেছেন মমতা ব্যানার্জি, এমনটাও অভিযোগের সুর উঠেছে বিরোধী শিবিরে।

Mamata Swasthya Sathi 1

জেলায় জেলায় বিভিন্ন জায়গায় ক্যাম্পের মাধ্যমে নগরবাসীর থেকে তাদের সমস্ত নথিপত্র জমা নিয়ে শুরু হয়েছে স্বাস্থ্য সাথীর কার্ডের কাজ। ইতিমধ্যে ওই কার্ড পেয়েও গিয়েছেন বেশ কয়েকজন। দুয়ারে সরকার প্রকল্পের আয়ত্তায় এদিন সকাল কলকাতা পুরসভার হরিশ চ্যাটার্জি রোডের ওয়ার্ড অফিস জয়হিন্দ ভবনে দেওয়া হচ্ছিল স্বাস্থ্য সাথী কার্ড। সেখানেই সকাল ১১ টা বেজে ৪০ মিনিট নাগাদ সকলের মতই লাইনে দাঁড়িয়ে নিজের স্বাস্থ্য সাথী কার্ড নিলেন মমতা ব্যানার্জি। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পুর প্রশাসক ফিরহাদ হাকিমসহ আরও অনেক বিশিষ্ট জনেরা।

সাংসদের পেনশন স্বরূপ ১ লক্ষ টাকা, এমনকি মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নির্ধারিত বেতন কিছুই নেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রয়েছে ব্যক্তিগতভাবে স্বাস্থ্য বিমাও। কিন্তু তা সত্ত্বেও রাজ্যের একজন নাগরিক হিসাবে তিনিও এই স্বাস্থ্য সাথী কার্ড করিয়েছিলেন। আর মঙ্গলবার সকালে লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করলেন সেই কার্ড।


Smita Hari

সম্পর্কিত খবর