করোনায় আক্রান্ত রাজের আরও এক মন্ত্রী! ভরতি হলেন কলকাতা মেডিক্যাল কলেজে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ করোনায় আক্রান্ত রাজ্যের আরও এক মন্ত্রী। শনিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভরতি হন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী নির্মল মাঝি। ওনাকে কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকের ভিআইপি কেবিনে ভরতি করানো হয়। তিনি বেসরকারি হাসপাতাল থেকে করোনার রিপোর্ট করিয়েছেন। সেখানে ওনার রিপোর্ট পজেটিভ এসেছে।

উল্লেখ্য, মাস খানেক আগেই ব্রেইন স্ট্রোকের কারণে তিনি বেশ কয়েকদিন এসএসকেএম হাসতাপাতালে ভরতি ছিলেন। আপাতত ওনাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। জানিয়ে দিই, একদিন আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও করোনায় আক্রান্ত হন। উনি সল্টলেকের আমরি হাসপাতালে ভরতি হন। জানা গিয়েছে যে, ওনার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।

X