বাংলাহান্ট ডেস্ক: ‘শারি’ নামে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় কে নিয়ে গড়ে তোলা একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালক প্রিয়া সাহা। তাছাড়াও তিনি প্রকাশনা ও সম্পাদনা করেন ‘দলিত কন্ঠ’ নামে একটি পত্রিকা। প্রিয়া সাহার স্বামী মলয় কুমার সাহা দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা।
প্রিয়া সাহা সংখ্যালঘুদের হয়ে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করলে বলেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদের শিকার হচ্ছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৩ কোটি ৭০ লক্ষ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান।
ওই সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। তিনি বলেন, ” প্রিয়া সাহা যে অভিযোগ করছেন, তা একেবারেই মিথ্যা। বিশেষ মতলবে এমন উদ্ভট কথা বলছেন তিনি।”
এই বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, “এ ধরনের খবর দেওয়ার পেছনে নিশ্চয়ই একটি কারণ ও উদ্দেশ্য রয়েছে। দেশে আসলে নিশ্চয়ই আমরা তাকে জিজ্ঞাসা করব।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ” তার উদ্দেশ্যটা কি, এটা আমাদের দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।”
তিনি বলেন, “কোথায় ঘটনাগুলো ঘটেছে এবং কার কার বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তার সঠিক তদন্ত আমরা করি নাই বা করেছি। সেগুলো আমরা অবশ্যই দেখব।”