‘নিশ্চিত ভাবে DA সরকারি কর্মচারীদের অধিকার’, মন্তব্য রাজ্যের ‘এই’ মন্ত্রীর, চরম অস্বস্তিতে মমতা

বাংলা হান্ট ডেস্ক : বহুদিন ধরেই বকেয়া ডিএ ইস্যুতে তোলপাড় রাজ্য। চাই কেন্দ্রীয় হারে ডিএ (Dearness Allowance)। এই দাবি নিয়েই দিনের পর দিন আন্দোলন করে আসছেন বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা। হাইকোর্ট পেরিয়ে বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন রাজ্যের ডিএ মামলা। এদিকে প্রায় তিন মাস অপেক্ষার পর আজ ৫ ফেব্রুয়ারী রাজ্যের ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল। যা নিয়ে রীতিমতো আশায় বুক বাঁধছিলেন সরকারি কর্মীরা। তবে সব আশায় জল।

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে ৬০ নম্বরে ডিএ মামলাটি তালিকাভুক্ত ছিল। তবে সময়ের ৪০ নম্বর মামলার পর আর কোনও মামলা ওঠেনি। একদিকে যখন ডিএ নিয়ে টানাপোড়েন চলছে সেই সময়ই এই উত্তপ্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরাট মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)।

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার দাবি প্রসঙ্গে শোভনদেব বলেন, ‘প্রতিনিয়ত জিনিসের দাম বাড়ছে। ওষুধের দাম বেড়েছে। ছেলে-মেয়েদের পড়াশোনার খরচও বেড়ে গিয়েছে। আরও ভালো ভাবে বাঁচার জন্য ডিএ তো বাড়াতেই হবে। কৃষিমন্ত্রী আরও বলেন, “আমি একজন মন্ত্রী। আমার কিছু বলার ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা রয়েছে ঠিক তবে তা সত্ত্বেও আমি বলব এতে আমার আপত্তি নেই। সরকারি কর্মচারীদের ডিএ-র দাবি আমি কখনই অস্বীকার করি না। আমি নিজে দীর্ঘকাল ধরে ট্রেড ইউনিয়ন করি। আমি কী করে বলব ডিএ আমার অধিকার নয়? নিশ্চিত ভাবে ডিএ অধিকার।’

আরও পড়ুন: হাওড়ায় গৌতম বর্মণের বাড়িতে ED-র তল্লাশি অভিযান! কে এই ব্যক্তি? জানলে চমকে উঠবেন

প্রসঙ্গত, ডিএ মৌলিক অধিকার নয়, সরকারের ঐচ্ছিক বিষয়’, প্রথম থেকে নিজের এই দাবিতে অনড় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে তারই মন্ত্রীর কথায়, ‘নিশ্চিত ভাবে ডিএ অধিকার।’ এবার লোকসভা ভোটের আগে শোভনদেবের এই মন্তব্যে তৃণমূল শিবিরে যে অস্বস্তি বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

sovandeb.

উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ (DA) ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য জানিয়েছে, ১ জানুয়ারি থেকেই বর্ধিতহারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা। আগে ৬ শতাংশ হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। সম্প্রীতি ৪ শতাংশ বেড়ে তার পরিমাণ হয়েছে ১০ শতাংশ। যার সুবিধা পাবেন রাজ্যের ১৪ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী।

ওদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি হননি সরকারি কর্মীদের অধিকাংশ। বহুদিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তারা। বর্তমানে ৪৬ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মচারীরা। নতুন বছরের শুরুর দিকে ফের তা বৃদ্ধি পেলে কেন্দ্রীয় কর্মচারীদের ভাতার পরিমাণ ৫০% ছাড়িয়ে যেতে পারে। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪% ঘোষণার পরেও রীতিমতো অসন্তোষের সুর রাজ্য সরকারি কর্মীদের কণ্ঠে। লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর