বাংলা হান্ট ডেস্কঃ তেলেঙ্গানা সরকারেরি আবগারি মন্ত্রী ক্যান্সারের ওষুধ নিয়ে আজব এক বয়ান দিলেন। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি সরকারের আবগারি মন্ত্রী শ্রীনিবাস গৌড় (V Srinivas Goud) বলেন, তাড়ি খেলে কমপক্ষে ১৫ রকমের রোগ ঠিক হয়ে যায়। আর ওই ১৫ ধরণের রোগের মধ্যে ক্যান্সারও আছে। রাজ্যের জনগাঁও জেলায় একটি জনসভায় বক্তৃতা দেওয়ার সময় মন্ত্রী বলেন, একটি গবেষণায় সামনে এসেছে যে তাল গাছ থেকে বের হওয়া তালের রসে অনেক ঔষধি উপাদান থাকে আর এটি অনেক রোগ নিরাময় করতে সাহায্য করে।
গৌড় বলেন, তাড়িতে কমপক্ষে ১৫ ধরণের রোগ নিরাময় হয়। যদি রোজ তাড়ি খাওয়া যায় তাহলে ক্যান্সারও সেরে যেতে পারে। অনেকেই এটিকে গরিবের মদ বলে, কিন্তু মার্সেডিসে ঘোরা মানুষ গুলোও এখন এই তালের রস খাচ্ছে। গৌড় বলেন, রাজ্য সরকার এখন এই তালের রসকে ব্যবসায়িক পণ্য হিসেবে দেখছে।
এর আগে কর্ণাটকের এক কংগ্রেস (Congress) কাউন্সিলের ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়। ওই ভিডিওতে উনি দাবি করছেন যে, RUM এর মধ্যে রয়েছে করোনার মারার ফর্মুলা। RUM এর মধ্যে শুরু একটি গোলমরিচ মিশিয়ে খেয়ে নিন। আর করোনা বাপ বাপ করে পালাবে।
তিনি RUM আর গোলমরিচ দিয়ে বানানো করোনা মারার ওষুধের রেসিপিও শেয়ার করেন। উনি ভিডিওতে বলেন, ৯০ এমএল RUM এর মধ্যে এক টি-স্পুন গোলমরিচ গুঁড়ো মেশাতে হবে। এরপর গোলমরিচ গুঁড়োতা RUM এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর সাথে চাট হিসেবে দুটি হাফ ফ্রায়েড অমলেটও রাখতে হবে। ব্যাস এটা খেলেই করোনা বাপ বাপ করে পালাবে। কংগ্রেস কাউন্সিলরের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে। ওনাকে দেখেই বোঝা যাচ্ছে যে, উনি ঠিক কতটা নেশা করে আছেন।
#Mangaluru In this video that has gone viral, Ravichandra Gatti, Congress Councillor from Ullal CMC, asks people to drink rum, eat half boiled egg omelette, both sprinkled with pepper powder, to keep Covid-19 at bay @NewIndianXpress @santwana99 pic.twitter.com/Xxwc5BWfy8
— vincent dsouza (@vinndz_TNIE) July 16, 2020
ম্যাঙ্গালুরু থেকে ১০ কিমি দূরে উল্লাল শহরের কংগ্রেস কাউন্সিলরের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর চারিদিকে হাসির রোল পড়েছে। যদিও এটাই প্রথম না, এর আগে রাজস্থানের এক কংগ্রেস বিধায়কও দাবি করেছিলেন যে, মদ খেলে করোনা হবেনা। দেশজুড়ে যখন লকডাউনের কারণে সমস্ত মদের দোকান বন্ধ ছিল। তখন তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে মদের দোকান খোলার সুপারিশ করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে, মদ খেলে করোনা পালায় তাই মদের দোকান খুলে দেওয়া হোক।