‘খেসারত দিতে হবে’, নিশীথের কনভয়ে হামলা নিয়ে বিজেপি কর্মীদেরই হুঁশিয়ারি উদয়নের

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গাড়িতে হামলার অভিযোগ ওঠে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। ইঁট বৃষ্টি থেকে শুরু করে বোমাবাজির অভিযোগও সামনে উঠে আসে। তৃণমূল-বিজেপি (TMC-BJP) সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা। অন্যদিকে, রবিবার এই ঘটনার প্রেক্ষিতে উল্টে নিশীথকেই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। বিজেপি কর্মীদের উদ্দেশেও চরম শাসানি দিলেন মন্ত্রী।

এদিন শাহের ডেপুটি নিশীথকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে উদয়ন বলেন, ‘নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না।’ শুধু তাই নয়, নিশীথকে ‘সমাজবিরোধী’ থেকে নিয়ে ‘বন্দুকের কারবারী’ বলেও মন্তব্য করেন উত্তরবঙ্গের হেভিওয়েট তৃণমূল নেতা।

গতকালের ঘটনায় শোরগোল পড়েছে গোটা রাজ্যে। শনিবার সংঘর্ষের ঘটনার পর বুড়িরহাটে পৌঁছান উদয়ন গুহ। বিতর্কিত স্লোগান তুলে মন্ত্রী বলেন, ‘নিশীথের চামড়া, তুলে দেব আমরা’। শুধু তাই নয়, প্রকাশ্যে উদয়নের হুঁশিয়ারি, ‘একজন বিজেপি কর্মীও যেন আর বুড়িরহাটের রাস্তায় বের হতে না-পারেন। নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে এই এলাকার বিজেপি কর্মীদের। কাউকে আর বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না।’

শনিবার ঘটনার পর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে নিশীথ সহ রাজ্য বিজেপি। পাশাপাশি ভয়ঙ্কর এই ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। অন্যদিকে, উদয়নের অভিযোগ এলাকার সিসিটিভি ক্যামেরাগুলি খারাপ করে হামলা চালিয়েছে বিজেপি বাহিনী। হামলা করে সাধারণ ব্যবসায়ীদের ক্ষতি করেছে বিজেপি।

আর কী কী বললেন রাজ্যের মন্ত্রী? ঘটনার প্রেক্ষিতে উদয়ন আরও বলেন, ‘নিশীথ পরিকল্পিতভাবে গুন্ডামি করবার জন্য ৩৬টি গাড়ি করে দুষ্কৃতী নিয়ে দিনহাটায় আসেন। দিনহাটা দখল করার চেষ্টা করেছে। কোনও গাড়িতে দিনহাটার কোনও মানুষ ছিলেন না। তারা সকলে সমাজবিরোধী ছিলেন। গোলমালের জন্য ঢুকেছিলেন। পার্টি অফিস ভাঙচুর করেছে। সবাই নিজের চোখে দেখেছেন সেটা। এই হচ্ছে এদের চরিত্র। এরাই হচ্ছে স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী। এক ব্যবসায়ীর গাড়িতে গুলি চলেছে। এদের কাজ হল, বাজার দখল করে রাজনৈতিক ব্যবসা করা। দিনাহটার মানুষ একে কখনও ঠাঁই দেবে না।’

udayan

উদয়নের মন্তব্যের পাল্টা নিশীথ বলেন, ‘আমি ওকে নেতা বলেই মনে করি না। তাই প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন মনে করি না। তবে তৃণমূল নেতৃত্বকে বলব, যতই কর্মীদের উস্কানি দেবেন, আমরা চোখে চোখ রেখে লড়াই করব।’ শাসকদলকে ‘গুন্ডাদের দল বলেও আখ্যা দেন নিশীথ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর