এবার এই তিন ব্যাঙ্ক হতে চলেছে এক? বিজ্ঞপ্তি দিয়ে বড়সড় তথ্য প্রকাশ করল অর্থমন্ত্রক

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি একাধিক ব্যাঙ্কের (Bank) বেসরকারীকরণ এবং সংযুক্তিকরণের প্রসঙ্গে বিভিন্ন ধরণের খবর সামনে আসছে। ঠিক এই আবহেই ব্যাঙ্ক সংযুক্তিকরণের বিষয়ে অর্থ মন্ত্রকের (Ministry Of Finance) তরফে একটি বড় আপডেট জারি করা হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত কয়েক বছরে একাধিক ব্যাঙ্কের সংযুক্তিকরণ ঘটেছে। যার ফলে দেশজুড়ে ব্যাঙ্কের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে।

একাধিক সরকারি ব্যাঙ্কের সংযুক্তিকরণ ঘটেছে: মূলত, কেন্দ্রে মোদী সরকার আসার পর বিভিন্ন সরকারি ব্যাঙ্ককে সংযুক্ত করা হয়েছে। তবে, এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে, উত্তরপ্রদেশের তিনটি গ্রামীণ ব্যাঙ্ককে সংযুক্ত করার পরিকল্পনা করছে সরকার। শুধু তাই নয়, ওই ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণের বিষয়ে বিভিন্ন ধরণের খবরও সামনে আসছে।

রয়েছে এই ব্যাঙ্কগুলির নাম: এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে, সরকার এবার উত্তরপ্রদেশের মোট ৩ টি ব্যাঙ্ককে সংযুক্ত করতে চলেছে। এই তালিকায় রয়েছে বরোদা উত্তরপ্রদেশ ব্যাঙ্ক (Baroda Uttar Pradesh Bank), আর্যাবর্ত ব্যাঙ্ক (Aryavart Bank) এবং প্রথমা উত্তরপ্রদেশ গ্রামীণ ব্যাঙ্কের (Prathama Uttar Pradesh Gramin Bank) নাম।

এই বিজ্ঞপ্তিকে ভুল বলে জানিয়েছে অর্থ মন্ত্রক: এদিকে, এই বিষয়টি সামনে আসার পর অর্থ মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে স্পষ্ট জানিয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সংযুক্তিকরণের খবর সম্পূর্ণ ভুয়ো। পাশাপাশি, মন্ত্রকের এমন কোনো পরিকল্পনা নেই বলেও জানানো হয়। অর্থাৎ, উত্তরপ্রদেশের এই তিনটি বড় গ্রামীণ ব্যাঙ্কের সংযুক্তিকরণের বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি অর্থ মন্ত্রক।

DFS বিভাগ জানিয়েছে তথ্য: পাশাপাশি অর্থ মন্ত্রক আরও জানিয়েছে যে, বর্তমানে ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণের ক্ষেত্রে কোনো পরিকল্পনা নেই। এই ধরণের সব খবর সম্পূর্ণ ভুল। মূলত, ওই বিজ্ঞপ্তিটি ভাইরাল হওয়ার পর অর্থ মন্ত্রক বিষয়টিতে গুরুত্ব দেয়। এরপরে DFS বিভাগ জানিয়েছে যে এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর