কিশোরকে অপহরণ করে ৪০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার দুই তৃণমূল নেতা সহ তিন

বাংলাহান্ট ডেস্ক : ভর সন্ধ্যে বেলা ক্যাফে থেকে অপহৃত কিশোর। ৪০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন তার বাড়িতে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ভারতনগর এলাকায়। ঘটনায় ২ তৃণমূল কর্মী সহ ক্যাফের এক মহিলা কর্মীকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ।জানা গিয়েছে যে, গ্রেফতার হওয়া দুই তৃণমূল কর্মী তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক প্রতুল চক্রবর্তীর অনুগামী। উদ্ধার করা হয়েছে ওই কিশোরকেও।

জানা যাচ্ছে, অপহৃত ওই কিশোরের নাম রিতঙ্কর সিংহ। শিলিগুড়ির এনজিপি ৩৫ নং ওয়ার্ডের বাসিন্দা সে। গত ১৩ জানুয়ারি দুপুরে শিলিগুড়ির ভারতনগর এলাকার একটি ক্যাফেতে যায় রিতঙ্কর। কিন্তু সন্ধ্যে পেরিয়ে রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। পরিবার থেকে বার-বার তাকে ফোন করা হলেও বন্ধ ছিল তার ফোন। পরদিন রিতঙ্করের বাবা মানিক সিংহ ছেলেকে খুঁজতে ওই ক্যাফেতে যান। সেখান থেকে জানানো হয় ১৩ তারিখ ক্যাফেতে এলেও তার পরে কোথায় গেছে কিশোর তা তাঁরা বলতে পারবেন না। এরপরই স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে থানায় যান কিশোরের বাবা। থানায় যাওয়ার কিছুক্ষণ আগেই ফোন করে তাঁর থেকে ৪০ লক্ষ টাকা মুক্তিপণ চায় দুষ্কৃতিরা। তার পরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই কিশোরের পরিবার। এর ৩ দিন পর আবারও মুক্তিপণের জন্য ফোন আসে মানিকবাবুর কাছে।

ঘটনার তদন্ত করতে গিয়ে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ফুলেশ্বরি এলাকা থেকে রতন পাল, রাজ সিংহ এবং তপন দাস নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। দেশবন্ধুপাড়ার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় অচৈতন্য কিশোরকেও। ক্যাফে থেকে আটক করা হয় মুনমুন দাস নামে এক মহিলা কর্মীকেও।

tmc a

পুলিশ সূত্রে খবর, ধৃত রতন পাল এবং তপন দাস সক্রিয় তৃণমূল কর্মী। তপন দাস তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক প্রতুল চক্রবর্তীর অতি ঘনিষ্ঠ বলেই খবর। এই ঘটনায় ধৃতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রতুল। পুরো ঘটনাটির পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর