বাংলা হান্ট ডেস্কঃ ফের কলকাতার আরেক স্বনামধন্য হাসপাতালে যৌন নিগ্রহের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কলকাতার এস এস কে এম হাসপাতালে (SSKM Hospital) এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, হাসপাতালের ট্রমা কেয়ারের শৌচাগারে ১৫ বছরের এক নাবালিকাকে যৌন নিগ্রহ করা হয়। অভিযুক্তের নাম অমিত মল্লিক, যিনি একসময় এসএসকেএম হাসপাতালের চুক্তিভিত্তিক ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি এনআরএস হাসপাতালে কর্মরত।
হাসপাতালের (SSKM Hospital) শৌচাগারে নাবালিকাকে যৌন নির্যাতন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে ওই নাবালিকা চিকিৎসার জন্য আসে এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) ওপিডিতে। পরিবারের সদস্যরা তখন ডাক্তার দেখানোর টিকিট করাতে ব্যস্ত ছিলেন। সেই সুযোগেই অভিযুক্ত অমিত, যিনি পুরনো ইউনিফর্ম পরে হাসপাতালের ভেতরে ঢুকেছিল বলে জানা গিয়েছে।
অমিত নাকি নাবালিকাকে ভুলিয়ে ট্রমা কেয়ারে নিয়ে যায়। এরপর সেখানকার শৌচাগারে নিয়ে গিয়ে তাকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। ঘটনার পর কিশোরী কাঁদতে কাঁদতে পরিবারকে গোটা ঘটনাটি জানায়। সঙ্গে সঙ্গে হাসপাতাল প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়।
ভবানীপুর থানার পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত অমিত মল্লিককে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অমিত পূর্বে এসএসকেএমে (SSKM Hospital) চুক্তিভিত্তিক কর্মী থাকায় হাসপাতালের ভিতরের দিকের অনেক জায়গা তার চেনা ছিল। সেই কারণেই সে নির্বিঘ্নে ট্রমা কেয়ারে ঢুকে পড়ে বলে অনুমান তদন্তকারীদের।
আরও পড়ুনঃ দক্ষিণেশ্বরে অফিস ফেরত মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। কীভাবে প্রাক্তন কর্মী হয়েও সে হাসপাতালে (SSKM Hospital) ঢুকতে পারল, তা নিয়েও উঠছে প্রশ্ন। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার দিকেই আঙুল তুলছেন সাধারণ মানুষ।