৮ বছরের শিশুকে শ্লীলতাহানি পারিবারিক দীক্ষাগুরুর! চাঞ্চল্য চাকদহে, গ্রেফতার অভিযুক্ত

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দীপাবলির আলোর রোশনাইয়ে চারিদিকে আলোর উৎসবে মেতেছে মানুষ, সেই মুহূর্তে গভীর অন্ধকারে ঢেকে গেল এক আট বছরের শিশুর জীবন। শিশুটির পরিবারের দীক্ষা গুরুর বিরুদ্ধে অবশেষে শ্লীলতাহানির অভিযোগ উঠল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদিয়ায় (Nadia)।

ঘটনার কেন্দ্রস্থল নদিয়ার চাকদহ থানা সংলগ্ন এনায়েতপুর এলাকা। অনন্ত দে নামে অভিযুক্ত দীক্ষা গুরুর বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, গতকাল ওই নাবালিকা তার দাদাকে ডাকার জন্য বাড়ির বাইরে বের হলে সেই সুযোগ নেয় অনন্ত দে। সেই সময় শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে পরবর্তীতে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পরবর্তীতে বাড়ি ফেরার পর সমস্ত ঘটনা বাবা-মাকে খুলে বলে আট বছর বয়সী নাবালিকাটি। মেয়ের মুখে এহেন কথা শুনে হতবাক হয়ে পড়ে তার পরিবারের সদস্যরা এবং এরপর দ্রুত তা নিয়ে থানায় গিয়ে অভিযুক্তর নামে মামলা দায়ের করেন তারা।

অভিযোগ সামনে আসতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে চাকদহ থানার পুলিশ। সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে শিশুটির বাবা জানান, “অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে আমরা সবাই দীক্ষা নিয়েছিলাম। কিন্তু এখন দেখছি ওর কোন রকম যোগ্যতা নেই। আমার মেয়ের সঙ্গে যে কাণ্ড ঘটিয়েছে, তার জন্য যেন কঠোর শাস্তি পায় ও।”

নির্যাতিতার মায়ের কথায়, “আমাদের মেয়ে বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছে। গতকালের ঘটনার পর থেকে শুধুমাত্র কেঁদেই চলেছে।” এক্ষেত্রে নির্যাতিতার পরিবারের পাশাপাশি এলাকাবাসীরা এই ঘটনায় সরব। প্রত্যেকেই অভিযুক্তর কঠোর শাস্তি দাবি করে চলেছেন।

X