বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের (Rape) অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) গোপালনগর গ্রামে। শুধু তাই নয়, সালিশি সভায় ৫০ হাজার টাকার বিনিময় গোটা ঘটনাটা মিটমাট করিয়ে নেওয়ার নিদান দেন পঞ্চায়েতের প্রধান (Panchayat Pradhan) এবং উপপ্রধান। এরপরই বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওই নাবালিকা (Minor Girl)। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, সম্প্রতি আদিবাসী কিশোরীকে ভোরবেলায় ফাঁকা ঘর পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। এরপরই গ্রামে বসানো হয় পাঁচ সালিশি সভা। সেই সালিশি সভায় গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। পরিবারের দাবি, লজ্জায় বিষ খেয়ে তারপরই আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে (Bolpur Sub Divisional Hospital) মৃত্যুর সঙ্গে লড়াই করছে ওই নাবালিকা।
ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনাস্থলে গেলেও প্রথমে কোনও এফআইআর (FIR) দায়ের করেনি বলে অভিযোগ। গোটা বিষয়টি সংশ্লিষ্ট এলাকার নেতাদের তরফে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি।
উল্লেখ্য, ফের মধ্যযুগীয় বর্বরতার শিকার হল এক নাবালিকা। ধর্ষণকারীর শাস্তির দাবি না তুলে কার্যত টাকার বিনিময়ে গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করল স্থানীয় প্রশাসন।